হাই ড্রেনে মিলল বৃদ্ধার দেহ! অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা হাওড়ায়…| In Howrah an old woman body was found in the high drain


দেবব্রত ঘোষ: হাই ড্রেনের ভিতর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার ঘিরে হাওড়ায় চাঞ্চল্য। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম এর কাছে শৈলেন মান্না সরণিতে একটি হাই ড্রেন থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার দেহ। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা নর্দমায় এক দেহ ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা খবর দেন চ্যাটার্জিহাট থানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিস। 

আরও পড়ুন: ‘গানের প্রতি লাইনে জীবনের কাহিনি’, রূপম ইসলামের কন্ঠে নতুন গান…

প্রতিবেশীরাও আসে ঘটনাস্থলে,সঙ্গে সেই মৃত বৃদ্ধার মেয়েও ছুটে আসেন। তিনি জানান, গত ২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধা। বৃদ্ধার মেয়ে সুজাতা মাইতি বলেন, ‘আমরা তো সকালে উঠে কাজে চলে যাই। সেদিনও আমরা বাড়ির সবাই সকালে যখন কাজে বের হই তখন মা ঘুমাচ্ছিল। বাড়ি ফিরে দেখি মা বাড়িতে নেই, ভাবলাম কোথাও হয়ত গেছে। তারপর সারাদিন বাড়ি না ফেরায় অনেক জায়গায় খোঁজাখুঁজি করি কিন্তু কোথাও খুঁজে না পেলে চ্যাটার্জিহাট থানায় খবর দিই। তারপরেও কোনও খোঁজ মেলেনি। আজ সকালে কেও এসে বলে হাই ড্রেনে একটা লাশ পড়ে আছে, তারপর আমরা ছুটে আসি। এসে দেখি ড্রেনের ভিতর একটা লাশ পড়ে আছে। মুখটা দেখতে পাইনি কিন্তু সোয়েটার, চাদর দেখে সবাই বলল তোর মা। কোনও ঝগড়া-ঝামেলা কিছুই হয়নি, বয়ষ্ক মা, কী আর ঝামেলা করব, বাড়িতে শুধু  মা, আমি ও ভাই থাকতাম। কীভাবে এমন হল কিছু বুঝতে পারছি না’ 

আরও পড়ুন: থামিয়ে দেব তৃতীয় বিশ্বযুদ্ধ, আমেরিকা আবার পৃথিবীর সেরা হবে: শপথের প্রাকমুহূর্তে আক্রমণাত্মক ট্রাম্প…

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল স্থানীয় বাসিন্দারা নর্দমায় দেহ ভেসে থাকতে দেখে থানায় জানানো হয় এবং মৃতার নাম গঙ্গা দাস। বয়েস সত্তর বছর। কীভাবে ওই বৃদ্ধা নর্দমায় পড়ে গেলেন তানিয়ে রহস্য ঘনিয়েছে এবং খতিয়ে দেখছে পুলিস। 

খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জি হাট থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। বৃদ্ধার মেয়ে জানায় কোনও ঝগড়া-ঝামেলা কিছুই হয়নি। তাই এমন ঘটনা বেশ সন্দেহজনক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। 

এর আগেও হাওড়ায় বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে একাধিকবার। বেশ কিছুদিন আগেই হাওড়ার তাঁতিপাড়া এলাকায় একটি বাড়ির ভিতর থেকে পচাগলা দেহ উদ্ধার হয়েছিল। যদিও এই ঘটনাগুলির মধ্যে বেশ কিছুতে পুলিস পারিবারিক সম্পত্তি নিয়ে খুনের তদন্ত করেছিল। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *