Anganwadi Children Center Roof Collapsed: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ির ছাদ! গুরুতর আহত ৪ শিশু…


প্রসেনজিত্‍ সর্দার: হুড়মুড় করে ভেঙে পড়ল একটি অঙ্গনওয়াড়ি শিশু কেন্দ্র। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অঙ্গনওয়াড়ি শিশু কেন্দ্রের রাঁধুনি সুধা সরদার, অভিভাবিকা গৃহবধূ সারথী সরদার-সহ চার বাচ্চা। স্বর্ণদ্বীপ সরদার(৮ মাস),তানিসা মোল্লা(৪বছর),সুলতানা মোল্লা(৩ বছর),খাদিজা মিস্ত্রী(৪ বছর)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাদেরকে বাসন্তী ব্লক হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে বাসন্তী ব্লকের ভরতগড় পঞ্চায়েতের ৪ নম্বর গরাণবোস গ্রাম। সেখানেই রয়েছে ১৬৩ নম্বর অঙ্গনওয়াড়ি শিশু কেন্দ্র। অভিযোগ প্রাকৃতিক দুর্যোগ আমফানের পর অঙ্গনওয়াড়ি শিশু কেন্দ্রটি ভগ্ন হয়ে পড়ে। সেই থেকেই জরাজীর্ণ অবস্থায় চলছিল। গ্রামবাসীদের আরও অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার কোনও সরঞ্জাম ছিল না। শিশুদের খাদ্য বিক্রি করে কেনা রান্নার সরঞ্জাম কেনা হয়। এছাড়াও কেন্দ্রের মধ্যে সাপ, টিকটিকির উপদ্রব রয়েছে। এমনকি মদের আসরও বসে। যত্রতত্র পড়ে রয়েছে একাধিক মদের বোতল। একেবারেই অসুরক্ষিত ভাবেই চলছিল এই কেন্দ্র। এমনকি এই কেন্দ্রে কোনও জলের কল নেই, নেই বিদ্যুতের ব্যবস্থা। এমনকি কোনও শৌচালয়ও নেই।

স্থানীয় ভরতগড় পঞ্চায়েত সদস্য হাবিবুর সরদার জানিয়েছেন, ‘সুপার ভাইজার-সহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোনও সুরাহা হয়নি। আমরা চাই এটা পুরোপুরি সংস্কার হোক। যাতে জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের পড়াশোনা করতে না হয়।’

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: সুযোগের সদ্ব্যবহার করুন কর্কট, ভাগ্যের জোরে লক্ষ্য অর্জন মীনের…

স্থানীয় গৃহবধূ তাপসী সরদার জানিয়েছেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের পড়াশোনা করতে হয়। আমরা চাই অবিলম্বে শিশুদের সুরক্ষার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কার হোক।’ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি অনামিকা গুছাইত জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ভগ্নদশা রয়েছে। সংস্কারের জন্য জানিয়ে কোনও লাভ হয়নি। এমনকি দুর্ঘটনার পর হাসপাতালে অ্যাম্বুলেন্সকে ফোন করে সাহায্য মেলেনি। অগত্যা জখমদেরকে অটোয় করে হাসপাতালে নিয়ে যাই। তাছাড়া সেন্টারে যে মদের বোতল পড়ে রয়েছে, তা আসর বসে হয়তো।’

ঘটনা প্রসঙ্গে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল জানিয়েছেন, ‘ঠিক কি ঘটনা ঘটেছে সে সম্পর্কে সঠিক ভাবে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য বিডিও কে জানিয়েছি।’
অন্যদিকে বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার জানিয়েছে, ‘ঘটনার খবর পেয়েছি,জয়েন্ট বিডিও ও সিডিপিও কে ঘটনাস্থলে পাঠিয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য। যারা আহত হয়েছে তাদের কে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মদের আসর বসে কি না তা জানা নেই। তবে যদি এমন হয়ে থাকে তাহলে খতিয়ে দেখে পুলিস প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা বলবে।’ উল্লেখ্য, বাসন্তী ব্লকে মোট ৫৭৩ টি অঙ্গনওয়াড়ি শিশু কেন্দ্র রয়েছে। যার মধ্যে ২১২ টি অবস্থা ভালো।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *