Mohun Bagan News | Ashique Kuruniyan: বারবার ভুগিয়েছে চোট, কবে কামব্যাক করছেন আশিক? জানিয়ে দিলেন বাগান তারকা নিজেই…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহম্মদ আশিক কুরুনিয়ান (Muhammed Ashique Kuruniyan), মল্লপুরমের ২৭ বছরের ৫ ফুট ১০ ইঞ্চির উইঙ্গার একাই যখন তখন বদলে দিতে পারেন যে কোনও ম্যাচের রং। ২০২২ থেকে মোহনবাগানে (Mohun Bagan) খেলছেন আশিক। জিতেছেন ডুরান্ড (Durand Cup 2023) ও আইএসএল (Indian Super League 2022–23)।

দুরন্ত গতিতে যিনি বিপক্ষের বক্সে তছনছ করে দিতে পারেন, সেই আশিককেই বারবার থামিয়ে দেয় চোট। এই মরসুমেও তাঁকে থাকতে হয়েছে সাইডলাইনে। মোহনবাগান ভক্তদের এখন একটাই প্রশ্ন ফের কবে মাঠে নামবেন আশিক?

শুক্রবার দুপুরে দক্ষিণ কলকাতার এক শপিং মলে বিজ্ঞাপনী প্রচারে হাজির ছিলেন মোহনবাগানের পাঁচ ফুটবলার। অধিনায়ক শুভাশিস বসুর সঙ্গে এসেছিলেন আশিস রাই, আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো ও দীপক টাংরি।

( বাঁ-দিক থেকে আশিক, শুভাশিস, টাংরি, লিস্টন ও আশিস)

বাগান সমর্থকদের ভিড় দেখে মনে হচ্ছিল যে, যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামছেন শুভাশিসরা। ফুটবলার ও ক্লাবের নামে জয়ধ্বনিতে কার্যত মাঠের চেহারা নিয়েছিল মল। গ্রাউন্ড ফ্লোরের সঙ্গেই ফার্স্ট ফ্লোরেও ছিলেন একঝাঁক মোহনবাগান সমর্থক। এই অনুষ্ঠানেই আশিকের কাছে প্রশ্ন করা হয়েছিল যে, তাঁর চোটের অবস্থা কী? তিনি কবে মাঠে নামবেন? আশিক সমর্থকদের আশ্বস্ত করে শুনিয়ে দেন যে, তিনি নামছেন বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। আশিক বলেন, ‘দেখুন ফুটবলারদের জীবনে যখন তখন চোট লাগে। কেরিয়ারে আমাকে বহুবার চোট-আঘাত ভুগিয়েছে। আমি প্রতিবার কামব্যাক করেছি। পরের ম্যাচেই আমি মাঠে নামছি।’ যা শুনে মোহনবাগান সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। 

আরও পড়ুন:  ‘মা-বোন তুলে গালি দিল! বলল, সোর্সের জোরেই বোর্ডে সৌরভ’, গম্ভীরকে ধুলেন মনোজ

এদিন অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আরজে প্রবীণ। কিন্তু বাগান অধিনায়ক শুভাশিস যতবার হাতে মাইক্রোফোন তুলেছেন, ততবারই তিনি যেন অনুষ্ঠানের সব আলো একাই কেড়ে নিয়েছেন। বাগান সমর্থকদের হৃদয় জিতে নিয়ে শুভাশিস বলেন, ‘মোহনবাগান সমর্থকরা আমার পরিবার, আমাদের বিদেশিরা এই শহরকে ঘরের মাঠ ভাবতে পারে মোহনবাগান দাদা-দিদি, ভাই-বোনের কারণেই। আর কলকাতায় খেলার সময়ে কখনও চাপ অনুভব করি না, মনে হয় ৬০-৭০ হাজার সমর্থক আমার সঙ্গেই রয়েছে। কখনও যদি মনে হয় যে, মাঠে এনার্জির অভাব হচ্ছে। সমর্থকদের এনার্জিতেই চাঙ্গা হয়ে যাই।’ 

এদিনের অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক ছিল বাগান ডিফেন্ডার আশিস রাইয়ের গলায় গান। কোলাসো-টাংরিরাই জানালেন যে, আশিক হিন্দি রেট্রো গান গুনগুন করেন। সকলের অনুরোধে আশিস শোনালেন কিশোর কুমারে ‘কাটি পতং’ সিনেমা থেকে কিশোর কুমারের এভারগ্রিন গান ‘ইয়ে শাম মাস্তানি’। যা শুনে মোহনবাগান সমর্থকরাও গুনগুন করলেন…

আরও পড়ুন: ডিভোর্সের পথে শেহওয়াগ! ভাঙছে ২১ বছরের দাম্পত্য জীবন, সিনেমার মতো ছিল প্রেম…

এই মুহূর্তে আইএসএলে মোহনবাগান ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট (১১ জয়, ৪ ড্র এবং ২ হার) নিয়ে মগডালে রয়েছে। তবে শেষ দুই ম্যাচে ব্যাক-টু-ব্যাক ড্র হয়েছে। যা ফার্স্টবয়দের কিছুটা হলেও অস্বস্তিতে রাখবে। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্রয়ের পর ফের চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিলেন শুভাশিসরা। আগামী সোমবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। দেখা যাক মেরিনার্সরা ফের জয়ের সরণিতে ফেরে কিনা!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *