মহাকুম্ভে নিখোঁজ কাটোয়ার প্রৌঢ়া! পুণ্য স্নানে গিয়ে… An elderly woman goes missing in Mahakumbh mela


সন্দীপ ঘোষ চৌধুরী:  মহাকুম্ভে বিপত্তি। পুণ্য স্নান করতে গিয়ে এবার নিখোঁজ কাটোয়ার প্রৌঢ়া! পুলিসের দ্বারস্থ হয়েছেন তাঁর মেয়ে। মায়ের খোঁজ পেতে পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়ও।

আরও পড়ুন:  Mahakubh Mela | Siliguri: কুম্ভ মেলার স্নানে গিয়ে আহত শিলিগুড়ির দীনেশ

জানা গিয়েছে, ওই প্রৌঢ়ার নাম  আলপনা হালদার। বাড়ি, কাটোয়ার সুদপুরে। ২৪ জানুয়ারি কটোয়া থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন আরও ১৩ জন। তাঁর সকলেই গ্রাম সম্পর্কে আত্মীয়। বিকেলে কটোয়া থেকে ট্রেনে প্রথমে বর্ধমান, তারপর বর্ধমান থেকে আবার ট্রেন ধরে প্রয়াগরাজে যাওয়ার কথা ছিল। 

মেয়ের  বর্ণালী হালদারের দাবি, যেদিন রওনা দেন, তার পরের দিন ২৫ জানুয়ারি থেকে নিখোঁজ আলপনা। সেদিন দুপুর ১ টা থেকে নাকি ওই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না! এরপর বিকেলে ফোনে তাঁকে মায়ের নিখোঁজ হওয়ার খবর জানান সঙ্গে থাকা আত্মীয়রা। বর্ণালী জানিয়েছেন, কুম্ভমেলায় পুলিস ক্য়াম্পে ঘটনাটি জানানো হয়েছে। কিন্তু এখনও ওই প্রৌঢ়ার খোঁজ মেলেনি। উদ্বেগে পরিবার।

এদিকে মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নানের আগেই ঘটে বিপর্যয়। লোকের ভিড়, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারান কমপক্ষে ১৫ জন। আহত আরও কয়েকশো মানুষ।  আপদকালীন পরিস্থিতিতে পুণ্যস্নান বাতিল করে দিয়েছে ১৩টি আখড়া। ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

মহাকুম্ভে বিপর্যয়ে নাম করে যোগী প্রশাসনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘গঙ্গাসাগর মেলা থেকে আমরা শিখেছি যে বিশাল জনসমাবেশের ক্ষেত্রে কীভাবে তীর্থযাত্রীদের বিষয়গুলি পরিকল্পনা করা দরকার। ও যত্ন নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী লেখেন, ‘মহাকুম্ভে  পদদলিত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। কমপক্ষে ১৫ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানতে পারছি। শোকাহত তীর্থযাত্রী পরিবারের সঙ্গে আছি।’  

আরও পড়ুন:  Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করছেন? কী কী লাগবে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *