জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের কলকাতার বাইরে অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্থার শিকার টলিউডের অভিনেতা। গত শনিবার পশ্চিম মেদিনীপুরে বেলদায় পটাশপুর পাহাড়িচকের নেতাজি তরুণ সংঘের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু (Bishwanath Basu)। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দেওয়ার সময় অভিনেতা বিশ্বনাথ বসুর পায়ে জুতো ছিল বলে অভিযোগ উঠেছে। আর এমন কাণ্ডে অভিনেতার উপরে চড়াও হয় স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে বেলদায় পটাশপুর পাহাড়িচকের নেতাজি তরুণ সংঘের অনুষ্ঠানে। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মালা দেন তিনি। তবে সে সময় তার পায়ে জুতো ছিল। এরপর স্টেজে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানও করেন অভিনেতা। তিনি যে ভুল করেছেন, সেই কথা স্বীকারও করে নেন। তবু স্টেজ থেকে নামার পরেই স্থানীয়দের একটা অংশ তার ওপর চড়াও হয়। তাদের মধ্যে অনেকে মদ্যপ ছিল বলেই দাবি। ভুলবশত তিনি সেই কাজ করেছিলেন। এই কথা স্বীকার করে ক্ষমাপ্রার্থীও হয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন- Saif Ali Khan: ‘মুসলমান, তাই জুহুতে কেউ আমায় বাড়ি বিক্রি করতে চায়নি’! বিস্ফোরক দাবি সইফ আলি খানের…
কিন্তু তারপরও তাঁকে ছাড়া হয়নি। মারমুখী হয়ে ওঠে জনতা। বিশ্বনাথ বসুর দেহরক্ষী ও গাড়ির চালক আহত হন। এরপর গাড়ি নিয়ে তাঁরা ভয়ে পালিয়ে আসার চেষ্টা করেন। উত্তেজিত জনতাও ওই গাড়ির পেছনে তাড়া করেন। গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে অভিনেতা আতঙ্কে রয়েছেন বলেও খবর। পুলিসের কাছে এই বিষয়টি জানিয়েছেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)