বরুণ সেনগুপ্ত: মারধর ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর আভিযোগে গ্রেফতার মোহনপুর পঞ্চায়েতের মেম্বার, তৃণমূল নেতা ও প্রসিদ্ধ ‘ডি বাপি বিরিয়ানি’-র কর্ণধার ব্যবসায়ী অনির্বাণ দাস। বিশ্বজিত্ দত্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ঘর ভাড়া নিয়ে ছিলেন তিনি। ভাড়ার মেয়াদ শেষ হলেও তিনি ঘর ছাড়ছিলেন না। এই নিয়ে তার সঙ্গে বচসা হয়।অভিযোগ সেই সময় অনির্বাণ, বিশ্বজিত্ দত্তকে মারধর করে।
আরও পড়ুন, Book Now Pay Later: ‘টিকিট কেটে নিন আগে, টাকা মেটাবেন পরে’, চমকপ্রদ পরিষেবা রেলের
অনির্বাণ প্রথমে ধাক্কাধাক্কি ও পরে মারধর করেন ওই ব্যক্তিকে। আরও অভিযোগ, অনির্বাণ তাঁরই সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীর কাছ থেকে বন্ধুক নিয়ে তাকে ভয় দেখায়। অভিযোগ হয় মধ্যমগ্রাম থানায়। এরপর অনির্বাণকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিস। মোহনপুর পঞ্চায়েত প্রধান নির্মল করের দাবি, যেটা হয়েছে সেটা রাজনৈতিক কোনও ঘটনা নয়। তবে মারপিট করাটা অন্যায়, খোঁজ নেওয়া হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)