Gullain Barre Syndrome: গিয়ান বার সিনড্রোমে মৃত্যু নাবালকের, বিরল স্নায়ুরোগের শিকার রাজ্যেও!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গিয়ান বার সিনড্রোমে মৃত্যু রাজ্যেও। এক নাবালকের মৃত্যু হয়েছে এই বিরল স্নায়ুরোগে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গিয়ান বার সিন্ড্রোমে এক নাবালকের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা দেব কুমার সাউ নামে ওই নাবালক। ১০ বছর বয়স। গত ২৬ জানুয়ারি তার মৃত্যু হয়েছে। ৭ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে।

হাসপাতাল সূত্রে খবর, প্রথম দিকে ওই কিশোরের শরীরের নিম্নাংশ অসাড় হয়ে গিয়েছিল। পরবর্তী সময় আস্তে আস্তে সেই অসাড়তা বাড়তে থাকে এবং ফুসফুসের উপর তার প্রভাব পড়ে। এরপরই তাকে ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেমে রাখা হয়। কিন্তু তারপরেও তাকে বাঁচানো যায়নি। স্বাস্থ্যভবনে এমনটাই রিপোর্ট দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর পাশাপাশি বিসি রায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও দুই শিশু। একজনের অবস্থা স্থিতিশীল। তবে আরেকজন আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেশনে রয়েছে।

এছাড়াও স্বাস্থ্য দফতর সূত্রে খবর,আরও যে দুজনের মৃত্যু হয়েছে, তাদেরও গিয়ান বার সিন্ড্রোমে মৃত্যু হয়েছে কিনা, তার প্রমাণ পাওয়া যায়নি। জানা গিয়েছে, ১৫ তারিখ থেকে অসুস্থ হয়ে পড়ে দেব কুমার সাউ। ১৭ তারিখ তাকে ভর্তি করা হয় বেলেঘাটা শিশু হসপিটালে। ২৬ তারিখ তার মৃত্যু হয়। গিয়ান বার সিন্ড্রোমে তার মৃত্যুর খবর আসতেই আতঙ্ক ছড়ায় ভাটপাড়া-আঁতপুর অঞ্চল জুড়ে। বাড়িতে  ছুটে আছেন পাড়া পুরসভার মেডিক্যল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা।

আগামিকাল থেকে আঁতপুর অঞ্চলের  ১০০ জন শিশুরকে পরীক্ষা করা হবে। যে স্কুলে ওই নাবালক পড়ত, সেই স্কুলের ছাত্রছাত্রীদেরও স্বাস্থ্যপরীক্ষা করা হবে। যদিও এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও ব্যাপার নেই বলে আশ্বস্ত করেছেন মেডিক্যাল অফিসার। তবে আশা কর্মীদের দিয়ে এলাকায় ক্যাম্প চালাবে ভাটপাড়া পুরসভা। 

আরও পড়ুন, Gullain Barre Syndrome Update: রোগীর শরীরে মিলল…কোন ব্যাকটেরিয়া-ভাইরাসের সংক্রমণে ছড়াচ্ছে গিয়ান বার?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *