জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকুম্ভে পুণ্য স্নান করতে গিয়েছিলেন সকলেই। কিন্তু আর বাড়ি ফেরেননি কেউ। এখনও পর্যন্ত নিখোঁজ বাংলার চার জন! উদ্বেগে পরিবারে লোকেরা।
আরও পড়ুন: Maha Kumbh Stampede 2025: ‘কুম্ভমেলায় কেউ আসবেন না’! এই ভিডিয়ো বানিয়েই পদপিষ্ট হয়ে মৃত্যু মা-মেয়ের…
২৪ ঘণ্টা পার। খোঁজ নেই পূর্ব মেদিনীপুরের কাঁথির জুনপুটের বাসিন্দা প্রণব কুমার জানার। কোথায় গেলেন তিনি? প্রয়াগরাজে মহাকুম্ভের উদ্দেশে রওনা দিয়েছেন ছেলে আনন্দ। কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীর সঙ্গেও যোগাযোগ করেছেন তিনি। প্রয়াগরাজের স্থানীয় প্রশাসনকে মেল করে সৌমেন্দু গোটা ঘটনাটি জানিয়েছেন বলে খবর।
পরিবার সূত্রে খবর, গত সোমবার রওনা দেন প্রণব। সঙ্গে ছিলেন তাঁর আত্মীয় বলাই দাস ও তাঁর পরিবারের লোকেরা। মঙ্গলবার গাড়িতে জামাকাপড় রেখে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে যান ওই প্রৌঢ়। এরপর আত্মীয়-সহ বাকিরা ফিরে আসেন। আর প্রণব? এখনও পর্যন্ত নিখোঁজ তিনি। ছেলে আনন্দ বলেন, ‘ভীষণ দুশ্চিন্তায় পড়েছি। জানি না বাবার খোঁজ পাব কিনা’।
মহাকুম্ভে গিয়ে নিখোঁজ কাটোয়ার বাসিন্দা বছর সত্তরের ভারতী ঘোষও। কাটোয়ারই স্থানীয় একটি ট্র্যাভেল এজেন্সির সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন তিনি। ৪ বাসে ছিলেন দেড়শোজন। পরিবারের লোকেরা জানিয়েছেন, বুধবার পুন্যস্নান করার পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না ভারতীর। বাকিদের সঙ্গে ইতিমধ্য়েই কাটোয়া ফিরেছে ট্র্যাভেল এজেন্সির চারটি বাস। আজ, বৃহস্পতিবার সকালে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই প্রৌঢ়ার ছেলে ও পরিবারের লোকেরা।
নিখোঁজের তালিকায় মালদহের অনিতা ঘোষ ও রানাঘাটের সুমিত্রা পালও। মঙ্গলবার রাতে ব্যারিকেড যাওয়ার পর থেকে খোঁজ নেই অনিতার। মঙ্গলবারের পর সুমিত্রার সঙ্গেও আর যোগাযোগ করতে পারছেন না তাঁর পরিবারের লোকেরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)