পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের জোড়া খেলা! উষ্ণ সরস্বতী পুজোয় বৃষ্টির ভ্রুকুটি…| combination of western disturbances and cyclones winter is completely gone


অয়ন ঘোষাল: পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলা। একেবারেই গায়েব শীতের আমেজ। রাতের তাপমাত্রা আরও বেড়ে ২১.২ ডিগ্রি। দিনের তাপমাত্রা প্রায় ২৮ ছুঁই ছুঁই। উষ্ণ সরস্বতী পুজোয় বৃষ্টির ভ্রুকুটি উত্তরের জেলায়। দক্ষিণে সরস্বতী পুজোর দিন অস্বস্তিকর আবহাওয়া। ৩ ফেব্রুয়ারির পর পারদ পতন। ১৬ ডিগ্রির নিচে আর পারদ নামার সম্ভবনা নেই এই মরশুমে। বাংলাদেশ উপকূল লাগোয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভবনা। প্রচুর জলীয় বাষ্প ইতিমধ্যেই সমুদ্রপৃষ্ঠে সঞ্চয় করেছে ওই সিস্টেম। ফলে দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার গতিপথ সম্পূর্ণ বন্ধ হয়ে রাতের পারদ স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি বেশি। এই সিস্টেম শেষ পর্যন্ত শক্তি হারাবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। 

এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো পরিস্থিতি এখনও পর্যন্ত নেই। ফেব্রুয়ারির ১১ তারিখের পর শীতের বাংলা থেকে বিদায়।  

কুয়াশা

ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঘন কুয়াশার দাপট। উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসবে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা। কাল উত্তরবঙ্গের নিচের দিকে তিন জেলায় ঘন কুয়াশা সতর্কতা।
 
সিস্টেম

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট। পয়লা ও তেসরা ফেব্রুয়ারি জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আসাম এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়াচ্ছে। 

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: বিবাহিত জীবন শান্তিপূর্ণ সিংহের, আইনি বিষয়ে সাবধান মীন…

দক্ষিণবঙ্গে

আগামী চার পাঁচ দিন স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রাও। সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। ফলে উষ্ণ সরস্বতী পূজোর পূর্বাভাস। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষে সামান্য নামতে পারে তাপমাত্রা। তবে কলকাতা তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নামার সম্ভাবনা আর নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। অর্থাৎ শীতের বিদায় পর্ব শুরু।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গের দার্জিলিং সহ চার জেলাতে ঘন কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে।
শনিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। আগামী ৪/৫ দিন তাপমাত্রার বড়সড়ল পরিবর্তন নেই। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের ওপরে উঠবে পারদ। সোমবার পর্যন্ত একই রকম থাকবে তাপমাত্রা খুব একটা বড়সড়ো পরিবর্তন নেই। তারপর দু-তিন দিন সামান্য নামবে তাপমাত্রা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শীতের বিদায়। সরস্বতী পুজোর দিন উত্তরের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

 কলকাতা

কলকাতার পারদ স্বাভাবিকের তুলনায় প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস উপরে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের ওপরে উঠলো। সকালে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা। সকালে কুয়াশার পরিমাণ একটু বেশি। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। কখনও  পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২১.২ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯৩ শতাংশ। 

 ভিনরাজ্যে

কুয়াশার চাদরে মোড়া থাকবে উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ওড়িশা। ভারী বৃষ্টি তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকালে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কেরল এবং মাহেতে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *