WATCH | Virat Kohli: মাত্র ৬ রানে ক্লিন বোল্ড! বোর্ডের কড়া দাওয়াই কাজে এল না, রাজা সেই ফকিরই…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৬ রান ১৫ বলে সপাটে উড়ল ‘কিং’ কোহলির উইকেট। নিজেও অবাক হয়ে কিছু সেকেন্ড দাঁড়িয়ে থাকলেন ক্রিজে। বিজিটিতে বারবার যে অফ স্টাম্পের বল বিরাট কোহলিকে (Virat Kohli) কষ্ট দিয়েছে। সেই ভুল যেন ১৪ বছর পরেও পিছু ছাড়ল না। তাঁকে ঘিরে সমস্ত রকমের উত্তেজনা। দীর্ঘ ১২ বছর পর রঞ্জিতে (Ranjhi Trophy) ফিরেছিলেন তিনি। বিরাটকে দেখার জন্য মাঠে ঢোকার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। বৃহস্পতিবার স্টেডিয়াম সূত্রে জানা যায়, প্রায় ১০ হাজার মাঠের ক্যাপাসিটি কিন্তু মানুষ এসেছিলেন প্রায় ১৫ হাজার। কারণ ঘরের কাছে ‘রাজা’ এসেছেন একবার হলেও দেখতে হবেই। 

কিন্তু ১২ বছর পর রঞ্জিতে ফিরে তাঁর ঝুলিতে মাত্র ১৫ বলে ৬ রান। বৃহস্পতিবার থেকেই দিল্লিতে বিরাট ঝড় চারিদিকে। কিং কোহলিকে দেখার জন্য ভেঙে পড়েছিল অরুণ জেটলি স্টেডিয়ামে। রনজির প্রথম দিনে বিরাটের ব্যাটিং দেখতে না পেলেও হাজার হাজার দর্শক ধৈর্য্য ধরে অপেক্ষা করেছেন। দ্বিতীয় দিনও তাঁরা ভিড় জমিয়েছেন কিং কোহলিকে দেখতে। 

চারিদিকে চিৎকার, কোহলি! কোহলি! হাতে প্ল্যাকার্ড। ভক্তদের চোখে স্পষ্ট কতটা খুসি তাঁরা। শুক্রবার ব্যাট করতে নেমেছিলেন দিল্লির দুই ব্যাটার যশ ঢুল এবং সনৎ সাংওয়ান। কিন্তু মানুষের অপেক্ষা একটি উইকেট পড়ার। তাহলেই ব্যাট হাতে চেনা রূপে দেখা যাবে কিং কোহলিকে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দিল্লি বনাম রেলওয়েজ়ের ম্যাচ। এদিন ভোর থেকেই দ্বিতীয় দিনের ইনিংস দেখার জন্য আসতে শুরু করে ভক্তরা। ঢুল আউট হতেই মাঠে নামেন তিনি। যেন আন্তর্জাতিক ম্যাচ চলছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম চিৎকারে গম গম করছে। কোহলি নামলেন, কোহলি দেখলেন। 

আরও পড়ুন: রঞ্জিতে ১৫ হাজার দর্শক! ভোর ৬টা থেকে লাইন, বিরাট মহিমায় হতে পারত এক মহাবিপর্যয়…

প্রস্তুত হলেন ব্যাট করতে, প্রথম চার বল ডট। পঞ্চম বলে এক রান। হৈহৈ করে উঠল গোটা স্টেডিয়াম। ভক্তরা ভেবেছিলেন ইঞ্জিন শুরু হল এবার বল উড়বে চারিদিকে। অনেকেতো বসেই ছিলেন বিরাটের ছয় মাড়লে সেই বল ধরে নিয়ে পালাবেন বলে। কিন্তু বারবার অফ স্টাম্পের বল সমস্যা হলেও ছাড়ছিলেন তিনি। একই ভুল বারবার করছিলেন তিনি। ভুল শোধরাতে নারাজ কিং। শেষমেশ নিজের উইকেটটিও দিলেন নিজের ভুলেই। হিমাংশু সাংওয়ানের গুড লেন্থের বলে একটা স্টেপ নিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাট আর পায়ের ফাঁক দিয়ে সাংওয়ানের বল খুঁজে নিল অফ স্টাম্পের উইকেটকে। নিজেও কিছু সেকেন্ড অপেক্ষা করলেন। বুঝতে পারলেন ভুল করে ফেলেছেন। মুহূর্তের মধ্যেই সব শেষ। ফাঁকা হয়ে গেল স্টেডিয়াম। মন খারাপের সঙ্গে বাড়ি ফিরলেন কিং ও তাঁর ভক্তরা।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *