প্রদ্যুত্ দাস: বুনো হাতি খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। দীর্ঘ চার মাস পলাতক থাকার পর তাকে গ্রেফতার করে জলপাইগুড়ি বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।
ইলেকট্রিক শক দিয়ে হাতি মারার ঘটনায় একজনকে গ্রেফতার করল জলপাইগুড়ি বনদফতরের বেলাকোবা রেঞ্জ। গত অক্টোবরে গজলডোবার কাছে দুধিয়া গ্রামের একটি হাতির অস্বাভাবিক মৃত্যু হয়। তার শরীরে অনেকটা অংশ জুড়ে পোড়া ক্ষতচিহ্ন ছিল। পরে ময়নাতদন্তে রিপোর্টে জানা যায়, ইলেকট্রিক শক দিয়ে মারা হয়েছে হাতিটিকে। তদন্তে নেমে দুজন সন্দেহভাজনকে চিহ্নিত করে বনদফতর। কিন্তু ঘটনার পর থেকেই তারা এলাকাছাড়া ছিল। পরে আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
বনদফতরের বেলাকোবার রেঞ্জার চিরঞ্জিত পাল বলেন, ‘গোপন সূত্রে আমরা খবর পাই সন্দেহভাজন ওই দুজনের মধ্যে একজনকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। সেই মতো অভিযান চালিয়ে আজ মঙ্গলবার বিকেলে পাকড়াও করা হয় তাকে। তদন্তের স্বার্থে এখনই আমরা তার নাম পরিচয় জানাচ্ছি না।’
আরও পড়ুন:Gujarat: রেগে বর উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল বরপক্ষ! তখনই কনে নেমে পড়লেন আসরে, তিনি যা করলেন…
জলপাইগুড়ি বেলাকোবা রেঞ্জের রেঞ্জার চিরঞ্জিত পাল বলেন, ‘তদন্তের স্বার্থে ধৃতের নাম পরিচয় এখন গোপন রাখা হচ্ছে।’ তিনি বলেন, ‘গত বছর ৭ অক্টোবর রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের দুধিয়া গ্রামে বৈদ্যুতিক শক দিয়ে একটি বুনো হাতিকে মারা হয়েছিল। ময়নাতদন্তের পর জানা যায় বৈদ্যুতিক শকে হাতিটির মৃত্যু ঘটেছিল। পরবর্তীতে অভিযুক্ত দুই যুবককে শনাক্ত করতে পারি আমরা। দীর্ঘদিন পলাতক থাকার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবককে বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)