তাপমাত্রার ওঠানামা চলবেই! শীতের আমেজ সাময়িক ফিরলেও পাকাপাকি কবে বাংলা থেকে বিদায় নিচ্ছে শীত?। temperature will rise and temperature will fall winter will try to comeback but it finally will depart


সন্দীপ প্রামাণিক: এসে গেল মঙ্গলবারের বিকেলের আবহাওয়ার আপডেট। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। কী বললেন তিনি?

আরও পড়ুন: Metro Service: সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো! সম্পূর্ণ বন্ধ গ্রিন লাইন ১ এবং ২ পরিষেবা! জেনে নিন, কেন বন্ধ, কবে থেকে কবে…

বললেন, যেমন পূর্বাভাস ছিল সেই মতোই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমেছে। কলকাতায় আজ, মঙ্গলবার তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য দার্জিলিংয়ে ০.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে ১১.১ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গে তাপমাত্রার উঠা-নামা চলবেই। বুধবার পর্যন্ত তাপমাত্রা সামান্য কমবে। আবার তাপমাত্রা বাড়বে বৃহস্পতিবার। দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। সপ্তাহান্তে ফের নিম্নমুখী হবে পারদ। সকাল ও সন্ধ্যে ফিরবে হালকা শীতের আমেজ।

উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। সকাল সন্ধ্যা সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলা থেকে শীতের বিদায় বলে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুন: Two Tropical Cyclones: ভারত মহাসাগরের বুকের উপর ফুঁসছে দুই ‘সিভিয়ার সাইক্লোন’! ঝড়ের ‘আই’য়ের পাশে বনবন করে ওসব কী ঘুরছে?

ঘন কুয়াশার সতর্কবার্তাও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বলা হয়েছে, উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসবে। দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা। বৃহস্পতিবার মাঝারি কুয়াশার সর্তকতা সাত জেলাতে‌ই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *