জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ বছর পর ফের রঞ্জি ট্রফিতে ফিরেছিলেন বিরাট কোহলি (Virat Kohli Ranji Trophy Return)! ২০১২ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে গাজিয়াবাদে শেষবার প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন তিনি। তারপর গত সপ্তাহে দিল্লির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিরাট খেলছেন রেলওয়েজের বিরুদ্ধে। রঞ্জিতে কোহলির উপস্থিতি নিঃসন্দেহে ঘরোয়া ক্রিকেটে পুনরুজ্জীবিত করেছে। যদিও কোহলির কামব্যাক একেবারেই স্মরণীয় হয়নি। ১৫ বল খেলার পর মাত্র ৬ রানে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। কোহলিকে আউট করে রাতারাতি খবরের শিরোনামে চলে এসেছিলেন রেলের পেসার হিমাংশু সাংওয়ান (Himanshu Sangwan)। তিনি জানালেন যে, কোহলিকে আউট করার রাস্তা বাতলে দিয়েছিলেন।
আরও পড়ুন: প্রেমে হাবুডুবু খাচ্ছেন সিরাজ? লাস্যময়ী ছিটকে দিয়েছেন উইকেট! মুখ খুললেন মেয়ের মা…
এক সাক্ষাত্কারে হিমাংশু বলেন, ‘আমরা যে বাসে ট্রাভেল করছিলাম, সেই বাসচালকই আমাকে বলেছিলেন যে, বিরাট কোহলিকে চতুর্থ বা পঞ্চম স্টাম্পে বল করলেই সে আউট হয়ে যাবে। আমার আত্মবিশ্বাস ছিল। আমি অন্য কারো দুর্বলতার চেয়ে নিজের শক্তির উপরেই ফোকাস করেছিলাম। আমি আমার শক্তি অনুযায়ী বল করেছিলাম এবং শেষ পর্যন্ত উইকেট পাই। বিরাটের জন্য কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। কোচরা আমাদের বলেছিলেন যে, দিল্লির খেলোয়াড়রা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করে। তারা সবাই স্ট্রোক খেলোয়াড়। আমাদের বলা হয়েছিল ঠিকঠাক লাইন-লেন্থে বল করতে।’অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলি বারবার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছিলেন। ফলে বাসচালকও বুঝে গিয়েছিলেন কোহলির উইকেট আসবে কীভাবে
বিরাটের সঙ্গে আলাপের প্রসঙ্গে হিমাংশু বলেন,’আমাদের ইনিংস শেষ হওয়ার পর, আমি যখন সাজঘরের দিকে ফিরে যাচ্ছিলাম, বিরাট তখন মাঠের দিকে আসছিল। আয়ূষ বাদোনি ও বিরাট একসঙ্গে ছিল। আমাকে বিরাট বলে যে, আমি খুব ভালো বল করেছি, তারপর আমি বিরাটের সঙ্গে লাঞ্চ ব্রেকে একটি ছবি তুলতে চেয়েছিলাম। আমি এরপর দিল্লির সাজঘরে যাই। যে বলে ওকে আউট করেছিলাম, সেই বলটাই নিয়ে গিয়েছিলাম সই করানোর জন্য। আর তা দেখে বিরাট মজা করে বলে, ‘বাবা, তোর তো খুব মজা তাহলে।’ কোহলি ফের জাতীয় দলে সার্ভিস দেবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। প্রথম ম্যাচে আগামী বৃহস্পতিবার নাগপুরে।
আরও পড়ুন: ‘এখন ছাড়ো, বউ দেখে ফেলবে’! রোহিত-স্মৃতির ভিডিয়ো ভাইরাল, ১ মিনিট ২ সেকেন্ডেই…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)