শ্রেয়সী গাঙ্গুলি: ম্যাকাউট কাণ্ডে ইস্তফা অধ্যাপিকার। ক্লাসরুমের ভিতরই শিক্ষিকাকে সিঁদুর পরিয়ে্, মালাবদল করে বিয়ে! ভাইরাল সেই ভিডিয়ো! বিতর্কের জেরে অবশেষে ইস্তফা হরিণঘাটা বিশ্ববিদ্যালয়ের ওই অধ্য়াপিকার। গত ২৯ জানুয়ারি পায়েল বন্দ্যোপাধ্য়ায় নামে ওই অধ্যাপিকার সঙ্গে ছাত্রের ক্লাসরুমের ভিতরই বিয়ে, সিঁদুর পরানোর ভিডিয়ো ভাইরাল হয়। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউটের ঘটনায় শোরগোল পড়ে যায়।
গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অধ্যাপিকাকে ছুটিতে পাঠানো হয়। যদিও বিতর্ক বাড়তেই ওই অধ্যাপিকা দাবি করেন যে, পুরো ঘটনাটাই আসলে ‘নাটকের একটি মহড়া’ ছিল। আরও দাবি করেছিলেন, “যে বা যাঁরা এই ভিডিয়োটা ছড়িয়েছেন, তাঁদের উদ্দেশ্য একেবারেই সৎ নয়।” দাবি করেন, “ভিডিয়োতে আরও অনেক কিছু-ই ছিল। কিন্তু সেগুলিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে।” যদিও ম্যাকাউট কর্তৃপক্ষের তদন্ত কমিটির রিপোর্টে অধ্যাপিকার ‘নাটক’ তত্ত্বের দাবি খারিজ করে দেওয়া হয়।
প্রসঙ্গত, ক্লাসরুমের ভিতর সিঁথিতে সিঁদুর পরিয়ে, মালা বদল করে বিয়ের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়। ক্লাসরুমে দাঁড়িয়ে একজন অধ্যাপিকা কীভাবে এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে তোলপাড় শুরু হতেই তদন্ত কমিটি তৈরি গড়ে ম্যাকাউট কর্তৃপক্ষ। উপাচার্য তাপস চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান, ‘আমাদের একটা তদন্ত কমিটি গড়া হয়েছিল। সেই তদন্ত কমিটির তরফে একটা রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে এটা কোনও নাটক নয়। বা কোনও শিক্ষার পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত কোনও বিষয়ও নয়। নিছক-ই মজা করার জন্য করা হয়েছে।’
আর এরপরই এবার ইস্তফা দিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। এখন অধ্যাপিকার ইস্তফা গ্রহণ করা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। বিতর্কের জেরে ছাত্রের হাতে সিঁদুর পরানো কাণ্ডে ইস্তফা মনস্তত্ত্ববিদ্যা বিভাগের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন, Shantiniketan: রাতের শান্তিনিকেতনে একী! লুকিয়ে মোবাইলে মহিলাদের ‘অশ্লীল’ ছবি তুলছেন সরকারি চিকিৎসক!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)