জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’। এই শো-এর দুই প্রতিযোগী ভারতীয় সঙ্গীতের মর্যাদাকে শীর্ষে নিয়ে যাচ্ছেন। জানা গিয়েছে, সা রে গা মা পা’ ২০২৪ প্রতিযোগী শ্রদ্ধা মিশ্র এবং পার্বতী মীনাক্ষী সম্প্রতি যুক্তরাজ্যের দুটি মর্যাদাপূর্ণ স্থানে সরাসরি অনুষ্ঠান করেছেন।
গত ২৫ জানুয়ারি শ্রদ্ধা ও পার্বতী বিপি পালস বার্মিংহাম এবং ২৬ জানুয়ারি লন্ডনের ওভিও এরিনা ওয়েম্বলিতে দর্শকদের মুগ্ধ করে। এটি ‘সা রে গা মা পা’-এর জন্য একটি মাইলফলক হিসাবে চিহ্নিত হয়েছে। এছাড়াও এটি প্রথম ভারতীয় টেলিভিশন সঙ্গীত রিয়েলিটি শো যা এই জাতীয় বিখ্যাত আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগীদের প্রদর্শন করেছে।
পুনিত গোয়েঙ্কার বিচক্ষণ নেতৃত্বে জি ইউকে-র বিজনেস হেড পারুল গোয়েলের এই উদ্যোগটি শো-এর প্রতিযোগীদের জন্য এই উল্লেখযোগ্য মাইলফলক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পারুল গোয়েলের লক্ষ্য ছিল শোয়ের উত্তরাধিকারকে একটি বৈশ্বিক মঞ্চে উন্নীত করা।
কৌশলগত আলোচনা এবং অটল নিষ্ঠা দিয়ে পারুল গোয়েল বার্মিংহাম এবং ওয়েম্বলির ইভেন্ট আয়োজকদের সঙ্গে যুক্ত হন। এবং ‘সা রে গা মা পা’-র শিল্পীদের অসাধারণ প্রতিভা বিশ্ব দরবারে প্রদর্শন করেন। জি ব্র্যান্ড সম্পর্কে তাঁর গভীর বোধগম্যতা, দু ‘বছর আগে’ সা রে গা মা পা ‘ইউকে-র জন্য রেকর্ড-ব্রেকিং ১৭ জন স্পনসর সুরক্ষিত করার উদাহরণ। বিশ্ব মঞ্চে জি-র প্রাধান্যকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করেছে। তাঁর নিরলস প্রচেষ্টা নিশ্চিত করেছে যে জি বিনোদন শিল্পে একটি শীর্ষস্থানীয় শক্তি হিসাবে উজ্জ্বল হতে থাকে।
যুক্তরাজ্য সফরের সময় শ্রদ্ধা ও পার্বতীকে ২৬ জানুয়ারি ভারতের হাই কমিশন অফ ইন্ডিয়ার প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠানে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিদের উপস্থিতিতে তাঁরা ‘পরদেস-ইয়ে মেরা ইন্ডিয়া’ এবং ‘কর্মা-দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে’ গান পরিবেশন করেন।
জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও পুনিত গোয়েঙ্কা বলেন, ‘জি-তে আমরা প্রতিভার ক্ষমতায়ন, বাধা অতিক্রম এবং বিশ্ব মঞ্চে ভারতীয় শিল্পকলা ও সংস্কৃতি প্রদর্শনে বিশ্বাস করি। লন্ডনে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আইকনিক ওয়েম্বলি মঞ্চে আমাদের সা রে গা মা পা প্রতিযোগীদের অবিশ্বাস্য পারফরম্যান্স, বিশেষ করে ভারতীয় হাই কমিশনের উপস্থিতিতে, এই দৃষ্টিভঙ্গির একটি প্রমাণ ছিলতাদের যুক্তরাজ্য সফরের অংশ হিসাবে, শ্রদ্ধা ও পার্বতীকে 26শে জানুয়ারি ভারতের হাই কমিশন অফ ইন্ডিয়ার প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠানে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিদের উপস্থিতিতে তাঁরা “পরদেস-ইয়ে মেরা ইন্ডিয়া” এবং “কর্মা-দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে” গান পরিবেশন করেন।
জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও পুনিত গোয়েঙ্কা বলেন, ‘জি-তে আমরা প্রতিভার ক্ষমতায়ন, বাধা অতিক্রম এবং বিশ্ব মঞ্চে ভারতীয় শিল্পকলা ও সংস্কৃতি প্রদর্শনে বিশ্বাস করি। লন্ডনে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আইকনিক ওয়েম্বলি মঞ্চে আমাদের সা রে গা মা পা প্রতিযোগীদের অবিশ্বাস্য পারফরম্যান্স, বিশেষ করে ভারতীয় হাই কমিশনের উপস্থিতিতে, এই দৃষ্টিভঙ্গির একটি প্রমাণ ছিল।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)