জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫ ম্যাচ থেকে দরকার আর ১০ পয়েন্ট| তাহলেই নিশ্চিন্তে লিগ-শিল্ড ধরে রাখবে মোহনবাগান, কারণ ৫৩ পয়েন্টে পকেটে পুরে ফেললে গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাবকে ছোঁয়া কারোর পক্ষেই সম্ভব হবে না|
১০ এর লক্ষ্যে মোহনবাগানের তিন ম্যাচ জয় ও একটি ড্র পেলেই চলবে| পাশাপাশি আর এক পয়েন্ট পেলেই সবার আগে প্লে-অফের টিকিট চলে আসবে হোসে মোলিনাদের| এই আবহে মোহনবাগান, বুধ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল| পঞ্জাবকে ৩-০ গোলে হারিয়ে সবার আগে প্লে-অফে চলে গেল মোহনবাগান| লিগের প্রথম পর্বে পঞ্জাবের ঘরের মাঠে গিয়ে তাদের ৩-১ হারিয়েছিল মোহনবাগান|
এদিন প্রথমার্ধে সেঅর্থে খেলার কোনও রসদই ছিল না, মোহনবাগানের চেনা ঝাঁজটাই যেন হারিয়ে গেছিল! পঞ্জাবের আক্রমণ ভেঙে কয়েকবার ঢোকার চেষ্টা ছিল মনবীর সিং লিস্টন কোলাসোদের| এককথায় যে খেলা একেবারেই চোখের জন্য আরামদায়ক নয়| বিরতির ঠিক আগে পঞ্জাবের মিডফিল্ডার আশিস প্রধানের সঙ্গে মনবীরের মেজাজ হারিয়ে ধাক্কাধাক্কির সঙ্গে জুড়ল আবদুল সাহাল সামাদের চোট পেয়ে মাঠ ছাড়া, তাঁর বদলে মোলিনা নামালেন অভিষেক সূর্যবংশীকে|
বিরতির পর যদিও মোহনবাগান ফিফথ গিয়ারে ছুটতে শুরু করে দেয় , সেই চেনা সবুজ-মেরুন| মোলিনা আশিস রাইয়ের বদলে আশিক কুরুনিয়ানকে নামান| দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটেই মোহনবাগান গ্যালারিকে সেলিব্রেশনে ভাসিয়ে দেন জেমি ম্যাকলারেন, দীপেন্দু বিশ্বাসের ভাসানো ক্রস পায়ে ট্যাপ করে, ছোট্ট টার্ন নিয়ে শট নেন জেমি, অজি সুপারস্টারের শট বাঁচানোর ক্ষমতা ছিল না পঞ্জাব গোলকিপার রবি কুমারের| আর এই গোলই মোহনবাগানের খেলা ঘুরিয়ে দেয়| ৬২ মিনিটে লিস্টন কোলাসো ব্যবধান দ্বিগুণ করেন, দুরূহ কোণ থেকে বাঁকানো শটে জালে বল জড়িয়ে দেন গোয়ানিজ মিডফিল্ডার| আট মিনিটে খেলার রং সবুজ-মেরুন হয়ে যায়| দু’গোলে এগিয়ে থাকা মোহনবাগান ৯০ মিনিটে আবার গোল করে, রবি কুমারের ব্যাকপাস থেকে জেসন ট্যাপ করে ম্যাকলারেনকে বাড়ান, অজি তারকা ম্যাচে নিজের দ্বিতীয় গোল করতে কোনও ভুলই করেননি|
২০ ম্যাচে মোহনবাগানের ঝুলিতে চলে এল ৪৬ পয়েন্ট, সুপার সিক্সে উঠে যাওয়া দলের লিগ শিল্ড জিততে ৪ ম্যাচ থেকে আর দরকার আর মাত্র ৭ পয়েন্ট| ঘরের মাঠে ৯ ম্যাচ জেতা হয়ে গেল মেরিনার্সের|
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)