তথাগত চক্রবর্তী: জয়নগরের এক নাবালিকাকে কিডন্যাপ। বারুইপুর থেকে উদ্ধার করল পুলিশ ৷ মায়ের বকুনির জেরে বাড়ি ছাড়ল ১৪ বছরের এক নাবালিকা ৷ কিছু যুবক পানীয় খাইয়ে বেহুঁশ করে নাবালিকাকে কিডন্যাপ করে গাড়িতে তুলে বারুইপুর বাইপাস পর্যন্ত নিয়ে তাকে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দেয় তারা ৷ রাতে টহল দেওয়ার সময় বারুইপুর থানার আইসি সৌম্যজিত রায় রাস্তার পাশে এক নাবালিকাকে বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখেন ৷ তিনি গাড়ি থেকে নেমে তাকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যান ৷ চিকিৎসায় সাড়া দেয় নাবালিকা ৷ জ্ঞান ফিরলে সে তার বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার জানায় তাদের ৷ সেই সুত্র ধরে তার বাড়ির লোককে খবর দেন তারা ৷ বাড়ির লোক এসে তাকে নিয়ে যায় ৷
আরও পড়ুন: Bengal Weather Updates: কখনও ঠাণ্ডা আবার এখন গরম, আবহাওয়ার খামখেয়ালিপনা! ফিরছে কি শীত? বড় আপডেট…
নাবালিকা জানান, বাড়ি থেকে বেরিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ৷ সেইসময় তাকে তিন যুবক ধাওয়া করে ৷ দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে যায় সে। তারপর একটি সাদা গাড়ি এসে তাকে তুলে নিয়ে পালিয়ে যায় ৷ যারা কিডন্যাপ করেছিল তাদের সবার মুখ বাঁধা ছিল বলে জানা গিয়েছে ৷ তবে জেড়ার মুখে তারা জানায় তার কাকা তাকে কিডন্যাপ করতে বলেছে ৷ কালো রুমাল দিয়ে সবার মুখ ঢাকা থাকায় কাউকেই চিনতে পারেনি সে ৷ তবে তার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে সে ৷
আরও পড়ুন: West Bengal News LIVE Update: মুষলধারে বৃষ্টি নামখানাতে! ঘন কুয়াশার জেরে ধীর গতিতে চলছে ট্রেন…
এই ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ৷ রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানার চেষ্টাও করা হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা যাচ্ছে ৷ অপরদিকে এই ঘটনায় আতঙ্কিত পরিবার ৷ নাবালিকার মা জানান তাঁর স্বামী নেই ৷ তিনি একাই মেয়েকে মানুষ করেন ৷ কি করে ও কেন এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না বলে জানান তিনি ৷
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)