জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লক্ষ্মীবারে বাংলার লক্ষ্মীলাভ! ‘আমরা ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছি’, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষদিনে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, ‘৫ হাজারেরও বেশি বিনিয়োগকারী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন। ২, ০১২ মউ স্বাক্ষরিত হয়েছে’।
শুরু হয়েছিল গতকাল বুধবার, শেষ হল আজ শুক্রবার। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান মুখ্যমন্ত্রী বলেন, ‘অষ্টম বিশ্ববিঙ্গ বাণিজ্য সম্মেলনে অভূতপূর্ব সাফল্য। আজ দিনটা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের। গতকাল রাজ্যে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন বড় বড় শিল্পপতিরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুকেশ আম্বানিজি ও সজ্জন জিন্দালজির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছি। তাঁরা আরও অনেক কিছুর আশ্বাস দিয়েছেন, যা তাঁরা বাংলার জন্য় করতে চলেছেন এবং সেটা খুব তাড়াতাড়ি হবে। আমি খুবই খুশি। আজও কিছু দেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলাম। এমনকী, তাঁরা কেনিয়া থেকে ইউকে, আরও অনেক দেশ আশ্বাস দিয়েছে, তাদের দেশের যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে’।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমরা মানুষের মধ্যে বিভাজন করি না, ঐক্যবদ্ধ করি। বাংলা ভারতের সাংস্কৃতিক রাজধানী। ৫ হাজারেরও বেশি বিনিয়োগকারী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন। ২, ০১২ মউ স্বাক্ষরিত হয়েছে’। এরপর তিনি নিজেই বলেন, ‘এখন আপনারা জানতে চান, কত বিনিয়োগ আসছে। গতকালের ব্যাপার ধরছি না। সেটা আলাদা’।
সবিস্তারে আসছে….