Actor Shaon and Sohana Saba: চাপের মুখে নতি স্বীকার! অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিল পুলিস


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আটক করার পর থেকেই বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছিল পুলিসের উপরে। শেষপর্যন্ত শুক্রবার জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হল সহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও অ্য এক অভিনেত্রী সোহামা সাবাকে। ঠিক কী বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তা এখনও স্পষ্ট নয়। তবে ঢাকার পুলিসের ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর সংবাদমাধ্যমে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাওন ও সাবাকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-পুঞ্চে বড় সাফল্য সেনার, অনুপ্রবেশ করতে গিয়ে খতম ৩ পাক জওয়ান-সহ ৭ জঙ্গি

হাসিনা সরকারের পতনের আগে যখন ছাত্র-জনতার আন্দোলন চলছিল সেইসময় গুলিতে নিহত হন আন্দোলনকারী আবু সঈদ। সেই ছবি পোস্ট করে হাসিনা সরকারের সমালোচনা করেছিলেন শাওন। এর পাশাপাশি হাসিনা সরকারের সমর্থনেও একাধিক পোস্ট করেছিলেন। গত বৃহস্পতিবার শাওনের বাবার বাড়িতে হামলা চালায় জনতা। আগুনও দেওয়া হয়। শাওনের বাবা মহম্মদ আলি আওয়ামী লীগের সমর্থক। সম্ভবত সেই কারণেই তার বাড়ি টার্গেট করে জনতা।

সাবার বিরুদ্ধে কী অভিযোগ? সোহানা সাবার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রীকে আটক করা হয়েছিল। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলার প্রতিবাদ করেছিলেন সাবা। এরপরেই তাঁকে আটক করা হয়।

এদিকে ওই দুই গ্রেফতারের পরপরই অভিযোগ উঠতে শুরু করে, ইউনূসের আমলে কি তাহলে মুখ খোলা বা কারও সমালোচনারও উপায় নেই! ওই সমালোচনার সুর চড়া হতেই দুই অভিনেত্রীকে ছেড়ে দিল বাংলাদেশ পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *