জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইমাজিন ট্রেজার দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে দেশের বৃহত্তম অ্যাপল প্রিমিয়াম পার্টনার স্টোর উদ্বোধন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজার সিস্টেমস-এর ম্যানেজিং ডিরেক্টর শৌর্য সেঠ, সাউথ সিটি প্রজেক্টস (কলকাতা) লিমিটেড-এর ডিরেক্টর জুগল কিশোর খেতাওয়াত এবং ট্রেজার পরিবারের অন্যান্য সিনিয়র সদস্যরা।
আরও পড়ুন– এক দশক পর একসঙ্গে! ডার্ক কমেডিতে স্বস্তিকা-পাওলি…
দেশের সর্ববৃহৎ অ্যাপল পার্টনার হিসেবে ইমাজিন ট্রেজার বর্তমানে ২৮টি শহরে ৪৬টি স্টোর এবং ২৪টি সার্ভিস সেন্টার পরিচালনা করছে। দক্ষিণ কলকাতার এই নতুন ফ্ল্যাগশিপ স্টোর অ্যাপলপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতার দ্বার খুলে দেবে। এখানে অ্যাপলের সমস্ত পণ্য, প্রিমিয়াম অ্যাপল-কম্প্যাটিবল আনুষঙ্গিক সামগ্রী এবং একটি ইন-হাউস সার্ভিস সেন্টার থাকবে, যা বিক্রয়োত্তর পরিষেবাকে আরও সহজ করবে।
স্টোর উদ্বোধন প্রসঙ্গে শৌর্য সেঠ বলেন, ‘আমাদের দেশের বৃহত্তম স্টোর কলকাতায় চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই শহর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা আরও স্টোর এবং সার্ভিস সেন্টার খুলে অ্যাপল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে চাই।’ ট্রেজারের বিজনেস হেড কুনাল সাঙ্গার বলেন, ‘গ্রাহকদের মধ্যে যে উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি, তা আমাদের বিশ্বমানের রিটেল অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে। এখানে অ্যাপলের সম্পূর্ণ পণ্যসারির পাশাপাশি, চমৎকার গ্রাহক পরিষেবা এবং বিক্রয়োত্তর সুবিধাও থাকবে।’
আরও পড়ুন- আজ রাত থেকেই কলকাতা অচল? রবিভোর থেকেই বন্ধ মহানগরীর গুরুত্বপূর্ণ সব রাস্তা! জেনে নিন কোনগুলি…
ট্রেজারের গ্রুপ মার্কেটিং ও সিএসআর প্রধান শ্রবণ কোকরু বলেন, ‘আমাদের প্রতিটি স্টোরে আমরা কেবল অ্যাপল পণ্যই বিক্রি করি না, বরং একটি সম্পূর্ণ ও নিরবচ্ছিন্ন অ্যাপল অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। গ্রাহকরা এখান থেকে সর্বোচ্চ মানের আনুষঙ্গিক সামগ্রী সংগ্রহ করতে পারবেন।’ নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের উপলক্ষে ৭-৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। অ্যাপল পণ্যের ওপর ২৫% পর্যন্ত ছাড় এবং আনুষঙ্গিক সামগ্রীর ওপর ৩০% পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে। উদ্বোধনের দিন থেকেই স্টোরটিতে অ্যাপলপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
স্টোর উদ্বোধনের এই বিশেষ দিনে ‘জীবনধারায় প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা অ্যাপলের সর্বাধুনিক প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচনাটি সঞ্চালনা করেন জনপ্রিয় আরজে প্রবীণ। এই আলোচনায় অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন লোকসভা সাংসদ নুসরত জাহান, শিক্ষাবিদ, রাজনীতিক ও সমাজকর্মী সায়রা শাহ হালিম, নিউ বেঙ্গল কনসালটিং-এর প্রতিষ্ঠাতা ও সিইও দেবাশিস সেন, RPSG গ্রুপের ব্র্যান্ড রিসার্চ ও ম্যানেজমেন্ট প্রেসিডেন্ট ডঃ রূপালি বসু, আদিত্য গ্রুপের ভাইস চেয়ারম্যান অঙ্কিত আদিত্য এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী প্রীতি সরকার।
আরও পড়ুন– জিরো টলারেন্স নীতি নিচ্ছে বোর্ড! এবার মাধ্যমিক পরীক্ষায় আরও কড়া নিয়ম…
নুসরত জাহান বলেন, ‘অ্যাপলের আপডেটেড প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে।’ সায়রা শাহ হালিম জানান, ‘অ্যাপলের প্রযুক্তি কীভাবে তার সমাজকর্মের কাজে সহায়ক হয়েছে।’ ডেভাশিস সেন বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে অ্যাপলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’ ডঃ রূপালি বসু বলেন, ‘স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রে অ্যাপলের ভূমিকা অনস্বীকার্য, বিশেষত অ্যাপল ওয়াচ এবং হেলথ অ্যাপ-এর মাধ্যমে।’ অঙ্কিত আদিত্য শুটিং ও প্রোডাকশনের ক্ষেত্রে অ্যাপলের পণ্যগুলির কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, প্রীতি সরকার জানান, ‘তার ডিজাইন ও কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে অ্যাপলের সফটওয়্যার অত্যন্ত সহায়ক।’
ইমাজিন ট্রেজার কলকাতার বাজারে অ্যাপল রিটেল অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এই স্টোরে গ্রাহকরা পেতে পারেন অ্যাপলের সম্পূর্ণ পণ্যসারি, প্রিমিয়াম আনুষঙ্গিক সামগ্রী এবং ইন-স্টোর সার্ভিসিং সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপল কলকাতার ডিজিটাল অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)