জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমাজ মাধ্যম ক্রমশই ছাড়াচ্ছে শালীনতার মাত্রা, এ নিয়ে তর্ক বিতর্ক চলছে বিস্তর। এরই মাঝে মজা করতে গিয়ে, ভয়ঙ্কর সব কথা বলে বসছেন বেশ কিছু ইউটিউবার। এবার সেরকমই এক কাণ্ড ঘটালেন রণবীর আল্লাহবাদিয়া (Ranveer Alhabadia)। রণবীর আলাহাবাদীয়া যিনি বিখ্যাত বিয়ার বাইসেপ্স হিসেবে, দেশে বিদেশের নানা তারকাকে তিনি নিজের পডকাস্ট শোয়ে নিয়ে এসে বেশ কিছু তথ্য জানার চেস্টা করেন। এবার তিনি গতকাল এমন এক মন্তব্য করে বসেছেন যা নিয়ে উত্তাল নেটপাড়া। শুধু সোশ্যাল মিডিয়া নয়, রাজনৈতিক ব্যক্তিত্বদেরও রোষানলে তিনি। একটি শোয়ে মজা করতে গিয়ে বাবা মায়ের যৌন জীবন নিয়ে কথা বলে বসলেন রণবীর।
সম্প্রতি রণবীর গিয়েছিলেন বহু বিতর্কিত শো সময় রায়নার ইন্ডিয়াস গট ট্যালেন্ট এ। সেখানে জনপ্রিয় সব ইউটিউবারদের প্যানেলে দেখা যায় নানা রকম মশকরা করতে। কেউ কেউ তো সীমা ছাড়িয়ে যান। এবারও রণবীর ঠিক তাই করলেন। তাঁকে দেখা গেল একজন প্রতিযোগীর সঙ্গে এমন বিষয় নিয়ে কথা বলতে, যা ছাড়াল শালীনতার মাত্রা।
এক প্রতিযোগীকে তিনি উত্তেজনার মাথায় বলে বসলেন, “তুমি কি তোমার বাবা মায়ের যৌন মিলন চোখের সামনে দেখতে চাও সারাজীবন, নাকি প্রথম দিনই সেই মিলনে অংশ নিয়ে বাকি সবটা শেষ করে দিতে চাও একদিনেই?”পরবর্তীতে ওই প্রতিযোগীকে ফের রণবীর জিজ্ঞেস করেন তাঁর যৌনাঙ্গের আয়তন (সাইজ) কত? রণবীরের এমন প্রশ্ন শুনে খানিক চমকে গিয়েছেন কমেডিয়ান সময় রায়নাও। মা বাবা ব্যক্তিগত জীবন নিয়ে এহেন মশকরা মেনে নিতে পারেনি কেউই। ডার্ক জোকসের নামে অশ্লীলতাকে প্রচার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যা সমাজের পক্ষে ক্ষতিকারক।
ইতোমধ্যেই রণবীরের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। কয়েকটি রাজনৈতিক সংগঠনের তরফেও কঠোর পদক্ষেপের কথা বলা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘আমি ভিডিওটি দেখিনি, তবে আমাকে জানানো হয়েছে এটি অত্যন্ত অশ্লীল। বাক স্বাধীনতা সকলের রয়েছে, তবে তারও সীমা থাকা উচিত। যদি কেউ এই সীমা লঙ্ঘন করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে সোমবার ক্ষমা চাইলেন ইউটিউবার। একটি ভিডিও পোস্ট করেন তিনি। যার ক্যাপশনে লেখেন, ‘কমেডি আমার ধাতের বিষয় নয়। যা বলেছি তা অত্যন্ত ভুল।’ ভিডিওতে ৩১ বছর বয়সী রণবীর বলেন, ‘আমার মন্তব্য শুধু অনুপযুক্ত নয়, হাস্যকরও ছিল না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। ক্ষমা চাইছি। যা বলেছি, তা অত্যন্ত ভুল ছিল। কোনওভাবেই ওই কথাটা বলা আমার ঠিক হয়নি। আমার পডকাস্ট সবরকম বয়সের মানুষজন দেখেন। আমি চাই না, সেখানকার কোনও কথা কাউকে অসম্মান করুক। পরিবারকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)