‘আমার ছিয়ানব্বইয়ের টিম এই ভারতকে ২ দিনে হারাত’ Former Sri lankan captain Arjuna Ranatunga on current Indian team


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘সেই গরিমা কি আর আছে’? ভারতীয় ক্রিকেট দলের সমালোচনায় এবার শ্রীলঙ্কার প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা। বললেন, ‘১৯৯৬ সালে শ্রীলঙ্কার যে দলকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, সেই দল বর্তমান ভারতীয় দলকে সহজেই হারিয়ে দিত’।

আরও পড়ুন:  Bangladesh: ম্যাচ ফিক্সিং করতে গিয়ে পাকড়াও! কড়া শাস্তির মুখে বাংলাদেশের স্পিনার..

ক্রিকেটে এখনও পর্যন্ত একবারই বিশ্বকাপ জিতেছে শ্রীলঙ্কা। ১৯৯৬ সালে বিশ্বজয়ী সেই দলের অধিনায়ক ছিলেন রণতুঙ্গা। তিনি বলেন, ‘নব্বইয়ের শুরুতে যখন আমি অধিনায়কত্ব করতাম, তখন কী ব্যাটিং অর্ডার ছিল! গাভাসকার, বেঙ্গসরকার, অমরনাথ।  আমরা দু’বার আউট করতে পারতাম না। তারপর আজহাররুদ্দিন, তেন্ডুলকর, বিনোদ কাম্বলি এল।  কী দারুণ ক্রিকেটার ছিল ওরা’।

শ্রীলঙ্কার একমাত্র বিশ্বজয়ী অধিনায়কের আরও বক্তব্য, ‘ভারতের কি সেই গরিমা আছে? আমার মনে হয় না। খোলাখুলি বলছি, যদি ছিয়ানব্বইয়ে এই ভারতীয় দলকে পেতাম, দু’বার আউট করে দিতাম। ভারতকে গিয়ে ভারতকে হারাতাম। আমাদের টিমে চামিন্ডা ভ্যাস, মুরলীর মতো বোলাররা ভারতের মাটিতে ভারতকে ৩ দিনে হারিয়ে দিত’।

রণতুঙ্গার মতে, ‘দেশের হয়ে খেলার গুরুত্ব এখন কমছে। আগামীদিনে হয়তো দেশের হয়ে আর কেউ খেলতেই চাইবে না। শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই থাকবে’। তাঁর প্রশ্ন, ‘আমরা কি তরুণদের সঠিক ক্রিকেট শেখাচ্ছি? ভারতে গাভাসকার, বেঙ্গসরকার, অমরনাথ তৈরি হবে? হয়তো বা তেন্ডুলকর, দ্রাবিড়ও’? বলেন, ‘সত্য়ি কথা বলতে আমরা এখন সন্দেহ হয়। শ্রীলঙ্কাতেও একই সমস্যা। আমি খুশি যে, এখন ক্রিকেটাররা ভালো টাকা পাচ্ছে। দেশে হয়ে না খেলেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেওয়া হচ্ছে। শেষপর্যন্ত দেশের হয়ে খেলার আর কোনও গুরত্বই থাকবে। শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই খেলবে’।

১৯৮২ থেকে ২০০০।  আঠেরো বছরের আন্তর্জাতিক কেরিয়ারে শ্রীলঙ্কার হয়ে ৯৩ টেস্ট আর ২৬৩ একদিনের ম্যাচ খেলেছেন রণতুঙ্গা। টেস্টে তাঁর সংগ্রহ ৫ হাজার ১০৫ রান। ওয়ান ডে-তে করেছেন ৭ হাজার ৪৫৬ রান। সেঞ্চুরি ৮। বস্তুত, রণতুঙ্গাই একমাত্র ক্রিকেটার, যিনি টেস্টে ক্রিকেটে শ্রীলঙ্কার অভিষেক ম্য়াচেও খেলেছেন, আবার একশোতম টেস্টেও।

আরও পড়ুন:  Virat Kohli: মুখে হাসি, বিমানবন্দর পৌঁছতেই এক মহিলাকে জড়িয়ে ধরলেন বিরাট! ভাইরাল ভিডিয়ো…

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *