অয়ন ঘোষাল: কোনও কিছুই এখন আর সস্তা নয়। ডিম, দুধ, পাউরুটির মতো নিত্য়প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বাদ নেই চালও! বিপাকে মধ্যবিত্ত।
আরও পড়ুন: Sujay Krishna Bhadra: রিপোর্ট এলেই চার্জশিট! অবশেষে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ CBI-র!
মহার্ঘ্য চাল
—
চাল দাম ছিল(প্রতি কেজি) এখন দাম(প্রতি কেজি)
গোবিন্দভোগ ৮০ টাকা ১০০ টাকা
মিনিকিট ৪৫ থেকে ৫০ টাকা ৬০ থেকে ৭০ টাকা
বাঁশকাঠি ৬০ টাকা ৭০ টাকা
রত্না রিফাইন ৩৫ টাকা ৪০ টাকা
বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মালেকে অবশ্য দাবি, ‘যে চালগুলির দাম বেড়েছে সেগুলি অত্যাবশ্যকীয় নয়। সেগুলো মানুষের পছন্দ এবং রুচি অনুয়ায়ী বাছাই করা রিফাইন রাইস। ওই চালগুলি স্টক এবছরের মতো শেষ’। তিনি জানান, আবার এপ্রিলে রাজ্যের বিভিন্ন মিলে চাল ঢুকলে এই চালগুলোর দাম নিয়ন্ত্রণে আসবে। রাজ্যের বিপিএল, অন্তোদয় সহ গণবন্টন ব্যবস্থার চাল বাজারে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। সেই চাল রেশন ব্যবস্থার মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছয়। ফলে এই দাম বৃদ্ধিতে রাজ্যের ৮৫ শতাংশ মানুষের ওপর কার্যত কোনও প্রভাব পড়বে না।
আরও পড়ুন: MLA Salary: ‘দুর্নীতিগ্রস্ত, জেল খাটা’ বিধায়কের লক্ষাধিক টাকা বেতন আটকাল রাজ্য বিধানসভা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)