সন্দীপ প্রামাণিক: মঙ্গলবার বিকেলে পূর্বাঞ্চলীয় প্রধান আবহাওয়া দপ্তরের সোমনাথ দত্ত বলেন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা।
আংশিক মেঘলা আকাশ; বেলায় মূলত পরিষ্কার আকাশ। উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা /মাঝারি কুয়াশা সকালের দিকে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকটি জেলাতে ঘন কুয়াশার দাপট।
আরও পড়ুন- Kolkata Book Fair 2025: ১২ দিনে ২৭ লক্ষের জনজোয়ার! কোটি কোটি টাকার বই বিক্রি, রেকর্ড ভাঙল বইমেলা…
এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা উপরে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ও আগামী দু’দিন বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। জেলায় শীতের আমেজ ফিরলেও শহরে কার্যত শীত উধাও।
পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরপূর্ব বাংলাদেশ ও আসামে রয়েছে জোড়া ঘুনাবর্ত।
মঙ্গলবার থেকেই পারদ চড়ছে। ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটা বেড়েছে কলকাতা সহ জেলায় জেলায়। বৃহস্পতিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। শুক্রবার থেকে পারদ নিম্নমুখী হবে আবার দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে উই ক্যান রে জেলায় জেলায় শীতের আমেজ অনুভূত হবে।
সকালে আংশিক মেঘলা আকাশ ও পরে মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। আগামীকাল কুয়াশার পরিমাণ বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়শা। বেলায় মূলত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা।
উত্তরবঙ্গের চার জেলাতে আজ হালকা থেকে মাঝারি কুয়াশার। কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতে হালকা কুয়াশা। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই।
আরও পড়ুন- Sanjay Dutt: চেনেন না অথচ সঞ্জয় দত্তের নামে ৭২ কোটির সম্পত্তি রেখে গেলেন নিশা, কে এই নারী?
আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা সামান্য বাড়বে শুক্রবার থেকে নিম্নমুখী হবে। উইকেন্ডে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে সেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।
গত দুদিনে ৭ ডিগ্রি সেলসিয়াস চড়ল পারদ। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী দুদিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বৃহস্পতি শুক্রবার থেকে ফের নামবে তাপমাত্রা। তাপমাত্রা সামান্য নামলেও শহরে শীতের আমেজ সেভাবে নাও ফিরতে পারে। আগামী দুদিন কুয়াশার সম্ভাবনা। সকালে বিক্ষিপ্ত ভাবে মাঝারি ঘন কুয়াশা হতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)