‘পরের জন্মে তোমার হৃদয়…’ V-Day-তে জ্যাকুলিনকে প্লেন উপহার জেলবন্দি প্রেমিকের!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক-আধ কোটি নয়, ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED) গ্রেফতার করেছে প্রতারক সুকেশ চন্দ্রশেখরকে (Sukesh Chandrashekhar)। নয়াদিল্লির মান্ডোলি প্রিজন কমপ্লেক্স এখন সুকেশের ঠিকানা। প্রেমদিবসে তিনি দূরে আছেন তাঁর প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্ডেজের (-Jacqueline Fernandez) থেকে! অতীতে জ্যাকুলিনকে সুকেশ প্রমোদ তরীও দিয়েছিলেন। নামকরণ করেছিলেন ‘লেডি জ্যাকলিন’! আর ভ্যালেন্টাইন’স ডে-তে কী আর সে হাত গুটিয়ে থাকতে পারেন সুকেশ! যে যতই জেলবন্দি হোন না কেন! 

আরও পড়ুন: যদিও আকাশ ধোঁয়াশায় ম্রিয়মান, তো! ৭৫-এও সৌমীর জন্য ফের প্রেমের স্বরলিপি লিখছেন সুমন…

বিশেষ দিনে জ্যাকুলিনকে গোলাপগুচ্ছের সঙ্গে এক আবেগি চিঠি পাঠিয়েছেন প্রেমিক সুকেশ। আর প্রিয় মানুষের কথা ভেবেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি প্রাইভেট কাস্টোমাইজড জেটও! এই নাহলে ভালোবাসা! মানে আস্ত প্লেনই উপহার দিলেন। জেটের সিটে আবার জ্যাকুলিনের নাম ও পদবির প্রথম অক্ষর খোদাই করে লেখা হয়েছে ‘জেএফ’! নেটপাড়ায় এখন সেই ছবি ভাইরাল। প্রতিবেদনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। মার্কিনি সংস্থা গাল্ফস্ট্রিমের থেকেই সুকেশ জেট কিনে প্রেমিকাকে উপহার দিয়েছেন। ভারতে মুকেশ আম্বানি, আদর পুনাওয়ালা, কুমার মঙ্গলম বিড়লাদের মতো বিজনেস টাইকুনদের ব্যক্তিগত বিমানও এই গাল্ফস্ট্রিমের থেকেই কেনা!

সুকেশ আবেগি চিঠিতে লিখেছেন, ‘বেবি, এই  ভ্যালেন্টাইন’স ডে-তে আমার একটাই ইচ্ছা। তা পুনর্জন্মের। আমি তোমার হৃদয় হয়ে জন্মাতে চাই। যাতে আমি তোমার ভেতরে স্পন্দিত হতে পারি…আমার বোম্মা, আমি এই গ্রহের সবচেয়ে ভাগ্যবান মানুষ। এই জীবনে সবচেয়ে সুন্দর, সবচেয়ে অসাধারণ মানুষকে আজীবনের ভ্যালেন্টাইন হিসেবে পেয়েছি। বেবি, তুমি সবসময় শ্যুটিংয়ের জন্য বিশ্বজুড়ে বিমানে ভ্রমণ করো, এখন থেকে এই জেটে তোমার ভ্রমণ হবে তোমার পছন্দের এবং সুবিধাজনকভাবে অত্যন্ত সহজ।’ বলাই যায় সুকেশের প্রেম যেন আলাদাই…

আরও পড়ুন: ক্যানসার সচেতনতায় এবার উস্তাদ রাশিদ খানকে স্মরণ! উদ্যোগে ঋতুপর্ণা…

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *