Bangladeshi con-woman: মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়ে ভারতীয় যুবকদের সঙ্গে বাংলাদেশি যুবতী… তাজ্জব করা কুকর্ম!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মিথ্যে সংসারের স্বপ্ন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলতেন ভারতীয় যুবকদের, তারপর মিথ্যে বিয়ে, শেষে টাকাপয়সা সব হাতিয়ে নিয়ে চম্পট! এমনই গুরুতর অভিযোগে ৩২ বছর বয়সী এক বাংলাদেশি যুবতীকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিস। ধৃতের নাম সাহানা সাদিক। 

অভিযোগ, গত ৪ বছরে অন্তত ৬ বার ভারতে এসেছে সে। মেডিক্যাল ভিসা নিয়ে ওপার বাংলা থেকে এপারে আসত সে। প্রতিবার-ই নিজের আসল পরিচয় লুকিয়ে মিথ্যে পরিচয় ভাঁড়িয়ে আসত সে। তারপর ভারতীয় যুবকদের নিজের প্রেমের জালে ফাঁসিসে মিথ্যে সংসারের স্বপ্ন দেখিয়ে বিয়ে করত। এরপর বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হত অন্য ‘নাটক’। 

ওই যুবকদের বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগে প্রথমে মামলা দায়ের করত। তারপর শুরু করত মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা। রাজারহাট আর নিউ টাউন এলাকাতেই সব অভিযোগ দায়ের করত ওই যুবতী। আর এই থেকেই সন্দেহ দানা বাঁধে তদন্তকারীদের মনে। তারপরই কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেউটে! 

ঘটনাক্রমের শিকড় অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে আসল ‘গল্প’। তদন্তকারীরা দেখেন, ওই বাংলাদেশি যুবতী ভুয়ো ভারতীয় পরিচয় পত্র নিয়ে বিভিন্ন যুবককে বিয়ে করে। কিন্তু কোনও বিয়েই আইনত নথিভুক্ত করেনি। ২০২৪-এর অক্টোবরে শেষ এভাবে ভারতীয় যুবককে ফাঁসায় সে। তারপরই পর্দাফাঁস হয়ে যায় তার কুকর্মের।

আরও পড়ুন, Hidden Bathroom Camera | Couple blackmailed: বাড়ির বাথরুমে লুকানো ক্যামেরায় বিখ্যাত দম্পতির ‘ঘনিষ্ঠ’ স্নান-ছবি! হোয়াটসঅ্যাপে এল সেই ভিডিয়ো…

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *