প্রথম ফাল্গুনেই বৃষ্টির চোখরাঙানি! কবে থেকে শুরু হবে ঘ্যানঘেনে দিন? শীত সম্পূর্ণ শেষ? । end of winter Bengal Weather Update Bengal Winter Update dry days followed by rainy span of three days


অয়ন ঘোষাল: এসে গেল ১৬ ফেব্রুয়ারি রবিবার সকালের আবহাওয়ার আপডেট। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়াই থাকবে। কুয়াশা থাকবে। শীত কি থাকবে?

আরও পড়ুন: Delhi Railway Station Stampede Death: নয়াদিল্লি পদপিষ্টের ঘটনায় কত মৃত্যু? এর মধ্যে ক’জন শিশু ও মহিলা? কী বললেন শোকার্ত প্রধানমন্ত্রী?

জানা গিয়েছে, সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং ও কালিম্পং– এই দুটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকবে। 

বৃষ্টি

১৯ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান বাঁকুড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস। ২০ ফেব্রুয়ারি পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া কলকাতা ও হাওড়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ২১ ফেব্রুয়ারি এই জেলাগুলি ছাড়াও পশ্চিমাঞ্চলের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। 

কলকাতা

সকালে হালকা কুয়াশার পরত থাকবে কলকাতায়। মূলত পরিষ্কার আকাশ। দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা উপরে থাকার সম্ভবনা। 

তাপমান

রাতের তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি। দিনের তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৫ থেকে ৯৭ শতাংশ।

আরও পড়ুন: Acharya Satyendra Das’s Jal Samadhi: প্রয়াণের পরে রামমন্দিরের প্রধান পুরোহিতের দেহ ধীরে ধীরে সরযূর জলে… আশ্চর্য! অলৌকিক!

শনিবার বিকেলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় ন্যূনতম তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। ২৪ ঘণ্টা পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়ে যাওয়া সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা। আলিপুরে গতকালের ন্যূনতম তাপমাত্রা ছিল ১৭.৩° ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *