জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev), সম্প্রতি কলকাতায় এসেছিলেন গল্ফের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে তিনি জানালেন যে, তাঁকে ভীষণ ভাবাচ্ছে ভারতীয় দলের চোট-আঘাত বাড়ার প্রবণতা। কারণ এখন প্রায় প্রতি বছর ১০ মাস ক্রিকেট খেলতে হচ্ছে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি কার্যত পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। খেলোয়াড়রা প্রশিক্ষণের চেয়ে রিহ্যাব বেশি সময় কাটাচ্ছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) থাকলেও, শেষ মহূর্তে চোটের কারণে তাঁর দুবাইয়ের বিমান ধরা হচ্ছে না।
আরও পড়ুন: ‘রোহিত-বিরাটের…’! তারকা পুজোর চরম বিরোধিতায় অশ্বিন, নাম ধরে ধরে বোমাবর্ষণ…
পিঠের চোটের কারণে বর্ডার-গাভাসকর ট্রফিতে, সিডনিতে টেস্টের দ্বিতীয় ইনিংসে মাঠের বাইরে যেতে বাধ্য হয়েছিলেন। চর্চায় বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফির অনুপস্থিতিও। এই প্রসঙ্গে কপিল বললেন, ‘আমার একমাত্র চিন্তার বিষয় যে ক্রিকেটাররা বছরে ১০ মাস খেলে। চোট-আঘাত অনেক বাড়বে। যে দলে নেই তাকে নিয়ে কথা বলার কী আছে! ক্রিকেট দলগত খেলা এবং দলকে জিততে হবে। ব্যক্তিবিশেষের খেলা নয়। ব্যাডমিন্টন, টেনিস বা গলফ নয়, এটা ক্রিকেট। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল হিসেবে খেলব। দল হয়ে খেললে অবশ্যই জিতব। কেউ চায় না যে, দলের প্রধান খেলোয়াড়রা আহত হোক! কিন্তু যদি এমনটা হয়, তাহলে তো কিছু করার নেই। আমার ভারতীয় দলের জন্য আমার শুভকামনা রইল, যাও গিয়ে ভালো খেলো।’
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে টাকার টর্নেডো…ক্যালকুলেটরও হোঁচট খাবে পুরস্কারমূল্যে!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী। আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ। গ্রুপের শেষ ম্যাচ ২ মার্চ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)