Mohammedan Sporting Vs East Bengal: ‘রবি’ সন্ধ্যায় দুরন্ত মিনি ডার্বি, মশাল জ্বালিয়ে জয়ের সরণিতে ইস্টবেঙ্গল…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএসএলে ১৩ দলের লড়াই। সেখানে কলকাতার তিন প্রধানের মধ্যে এক প্রধান-মোহনবাগান সুপার জায়ান্ট মগডালে (২১ ম্যাচে ৪৯ পয়েন্ট), যারা লিগ শিল্ড জেতা থেকে কয়েক কদম দূরে|  বাকি দুই প্রধানের অবস্থান একদম তলানিতে| ইস্টবেঙ্গল ১১ নম্বরে ও মহামেডান ১৩ নম্বরে| কলকাতা ময়দানের চিরাচরিত মিনি-ডার্বি স্বাদে-গন্ধে, বর্ণে-ছন্দে অতীতের ছায়া হয়ে অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে| আজ, রবি সন্ধ্যায়  প্রায় ফাঁকা যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ ঘিরে সেভাবে প্রত্যাশা ছিল না কোনও দলেরই, তবুও সমর্থকরা মাঠে আসেন শুধু মাত্র প্রিয় দলের সমর্থনে ও জয়ের আশায়| 

আরও পড়ুন:  ২২ মার্চ ইডেনে শুরু IPL, হাইভোল্টেজ ওপেনিংয়ে KKR vs RCB ডুয়েল! রইল নাইটদের সূচি

গত ম্যাচে চেন্নাইয়িনের বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্সের পর ঘুড়ে দাঁড়াতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল| প্রথম থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন অস্কার ব্রুজোর শিষ্যরা| মেসি বৌলি- নাওরেম মহেশরা বাঘের মতো গোল শিকারের অপেক্ষায় ছুঁকছুঁক করছিলেন| ম্যাচের ২৭ মিনিটে লাল-হলুদকে এগিয়ে দেন মহেশ| বিষ্ণুর থ্রু থেকে বাঁ-পায়ের শট জালে জড়িয়ে দেন উইঙ্গার দেখতে গেলে দিমিত্রিওস ডিয়ামানটাকোস যদি এর আগে দু’টি সিটার নষ্ট না করতেন, তাহলে প্রথম গোলের জন্য এতক্ষণ অপেক্ষা করতে হত না| প্রথমার্ধে নিশু কুমারের খেলাও নজর কাড়ল এদিন| 

প্রথমার্ধে যেখানে ইস্টবেঙ্গল শেষ করেছিল, দ্বিতীয়ার্ধে সেখান থেকেই শুরু করল| ৬১ মিনিটে ননন্দকুমারের পরিবর্তে নামা সাউল ক্রেসপো ৬৫ মিনিটে গোল করে স্কোরলাইন ২-০ করে ফেলেন| গোল করানোয় অবদান রাখলেন মেসি| 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রী-সাহচর্যের অনুরোধ! সিনিয়র ক্রিকেটারের কথা শুনে BCCI…

দুই গোলে পিছিয়ে থাকা মহামেডান গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিল| ৫৯ মিনিটে অস্ট্রিয়ার মার্ক আন্দ্রেকে তুলে মেহেরাজউদ্দিন ওয়াডু নামিয়ে ছিলেন বাংলার সন্তোষ জয়ের নায়ক রবি হাঁসদাকে| সেই রবিই আলো ছড়ালেন| লোনে ক্যালকাটা কাস্টমস থেকে ছয় মাসের চুক্তিতে মহামেডানে আসা রবির এদিন আইএসএল অভিষেক হল| ৬৮ মিনিটে রবিই গোল করান ব্রাজিলিয়ান কার্লোস ফ্রাঙ্কাকে দিয়ে| খেলার ৭৬ মিনিটে যুবভারতীতে কয়েক মুহূর্তের জন্য এমন নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছিল, যা দুই দলের সমর্থকদের মনে  ক্ষণিকে উত্তেজনার আগুন জ্বালিয়েছিল| সাদা-কালো বাহিনীর কাছে সুবর্ণ সুযোগ ছিল সমতা ফেরানোর|

আলেক্সিস গোমেজ, রবি ও লালরেমসাঙ্গা ফানাইরা ছয় গজ বক্সের মধ্যে তে-কাঠিতে বল জড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না| খেলায় যেন পরতে পরতে থাকল নাটক, ৮৮ মিনিটে লাল-হলুদ গোলকিপার প্রভসুখন গিল চোট পেয়ে মাঠ ছাড়েন, দায়িত্ব নেন দেবজিৎ মজুমদার| এই ঘটনার রেশ কাটতে না কাটতে ইস্টবেঙ্গল তিন নম্বর গোল করে ফেলে নির্ধারিত সময়ের এক মিনিট আগে| ৭৫ মিনিটে মেসির পরিবর্তে নামা ডেভিড লালহানসাঙ্গা প্রভাত লাকরার পাস থেকে বাঁ-পায়ের শটে স্কোরলাইন ৩-১ করে ফেলেন| নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার পর রেফারি আরও আট মিনিট যোগ করেছিলেন,  কিন্তু খেলার ফল একই থেকে যায়|

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *