চলন্ত ট্রেন মহিলার ‘শ্লীলতাহানি’, অভিযুক্ত খোদ পুলিসকর্মী! A Policeman reportedly molest a running train


জি ২৪ ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফের চলন্ত ট্রেনে মহিলার ‘শ্লীলতাহানি’। এবার অভিযুক্ত খোদ কলকাতার পুলিসের এক কর্মী! অভিযুক্তকে আটক করেছে জিআরপি। শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করা হচ্ছে। 

আরও পড়ুন: Mahakumbh 2025: মহাকুম্ভের মাঝেই বাতিল বহু ট্রেন, বন্ধ প্রয়াগরাজ স্টেশনও!

পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম দীপঙ্কর সেন। কলকাতা পুলিসে হোমগার্ড পদে কর্মরত। আজ, বুধবার আপ শান্তিপুর লোকালে ফিরছিলেন দীপঙ্কর। ওই ট্রেনেই ছিলেন অভিযোগকারী মহিলাও। ট্রেন তখন চলছে। অভিযোগ, ওই মহিলার শ্লীলতাহানির করার চেষ্টা করেন কলকাতা পুলিসের হোমগার্ড। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান ওই মহিলা। এরপর অভিযুক্তকে দমদম জিআরপিতে যান অন্য যাত্রীরা।

এর আগে, ডাউন শিয়ালদহ লোকালে মহিলা কামরায় ‘শ্লীলতাহানি’র শিকার হয়েছিল এক তরুণী। তাঁর দাবি, এতটাই ক্লান্ত ছিলেন যে, ট্রেনের কামরাতেই ঘুমিয়ে পড়েছিলেন। এরপর ট্রেন যখন দমদম স্টেশনে ঢুকছে, তখন অস্বস্তিকর স্পর্শে ঘুম ভেঙে যায়। দেখেন, ফাঁকা কামরায় এক ব্যক্তি শ্লীলতাহানি করার চেষ্টা করছেন! এমনকী, বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি রীতিমতো মারধর করে বলেও অভিযোগ। শেষে কামরায় বসে ফেসবুক লাইভ করতে শুরু করেন ওই তরুণী। আর তাতেই কিছুটা পিছু হটে অভিযুক্ত। বস্তুত, ফেসবুক লাইভের সূত্রে ধরেই অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিস।

আরও পড়ুন:Metro Service: এই রে, মেট্রো বন্ধ! বিপদ থেকে বাঁচতে শিয়ালদহ-নিউটাউন বড় আপডেট…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *