জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামিকাল, ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে। তার আগেই শোকের ছায়া ভারতীয় ক্রিকেট, প্রয়াত প্রাক্তন ক্রিকেটার মিলিন্দ রেগে (Milind Rege)!
নিয়তির এমনই খেলা যে, ১৬ ফেব্রুয়ারি মিলিন্দ তাঁর ৭৬ বছরের জন্মদিন পালন করেছেন। আর ঠিক তিনদিনের মাথায় পৃথিবীর মায়া ত্যাগ করলেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক ও নির্বাচক। আজ, বুধবার সকাল ৬টায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির বোধনের আগেই ধাক্কা! ভারতের ৪০ বছরের বিশ্বরেকর্ড ভেঙে চুরমার
মিলিন্দ তাঁর স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেলেন। মুম্বইয়ের অলরাউন্ডার মাত্র ২৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মিলিন্দ। কিন্তু তারপরেও খেলার মাঠে ফিরে এসে মুম্বইয়ের নেতৃত্ব দেন রঞ্জি ট্রফিতে।
১৯৬৬-৬৭ ও ১৯৭৭-৭৮ সালের মধ্যে মিলিন্দ ৫২টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছিলেন, ডানহাতি অফ-ব্রেক বোলিংয়ে ১২৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট হাতেও অবদান রেখেছিলেন। ২৩.৫৬ গড়ে ১,৫৩২ রান করেছিলেন। মিলিন্দের প্রয়াণে শোকস্তব্ধ সুনীল গাভাসকর থেকে সচিন তেন্ডুলকর হয়ে রবি শাস্ত্রীর মতো ক্রিকেটাররা।
১৯৮৮ সালে যখন তরুণ সচিন তেন্ডুলকরকে রঞ্জি দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তখন মিলিন্দ মুম্বইয়ের নির্বাচকদের একজন ছিলেন। ২০০৬ সালে, তিনি ঘরোয়া ক্রিকেটে ভিডিও বিশ্লেষক ব্যবহারের পক্ষে সমর্থন জানিয়ে ছিলেন। খেলাধুলোয় তৎকালীন নতুন প্রযুক্তি ব্যবহার করার প্রথম দিকের একজন।
আরও পড়ুন: খোরপোষে ধনশ্রীকে টাকার খনি দিচ্ছেন চাহাল! জানেন ৬-এর পর কতগুলি ০ বসাতে হবে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)