রাস্তা আগলে বাইসন, সামনাসামনি চিতাবাঘ, গরুমারার মেদলায় পরতে পরতে রোমাঞ্চ….


প্রদ্যুত দাস: ময়নাগুড়ি রামসাই মেদলা ওয়াচ টাওয়ার থেকে সাফারি করে ফেরার পথে দেখা মিলেছে বাইসনের দলের। পর্যটকরা দেখা পেয়েছে চিতাবাঘের। তাঁরা ময়ূরের পেখম তুলে নৃত্যের পাশাপাশি দেখেছেন বহু পশুপাখি। এগুলি পর্যটকদের কাছে বাড়তি পাওনা। আর এতে অত্যন্ত খুশি বনদপ্তরও।

আরও পড়ুন: District Weather Latest Updates | Kolkata Weather Today | Heavy Rain: ভরবেলাতেই নামল নিকষ কালো ‘সন্ধ্যা’! জ্বলে উঠল হেডলাইট, স্ট্রিট লাইট, সাইনের নিয়ন আলোও…

জলপাইগুড়ি গরুমারার জঙ্গল পথে দেখা মিলেছে বাইসনের দলের। মেদলা ওয়াচ টাওয়ার থেকে সাফারি করে ফেরার পথে আটকে গেলেন পর্যটকরা। টানা ২০ মিনিট জঙ্গলের মধ্যে গাড়িতে দাঁড়িয়ে রইলেন পর্যটকরা। সম্প্রতি গোরুমারায় জঙ্গল সাফারিতে চিতাবাঘের দর্শন মিলেছে। জঙ্গল পথে দাঁড়িয়ে থেকে পর্যটকদের সাফারির গাড়ি আটকে দিল চিতাবাঘ। 

আরও পড়ুন: Deadly Accident on the Way to MahaKumbh: লরির ধাক্কা খেয়ে গাড়ি ধাক্কা মারল কন্টেইনারে! প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! কত মৃত্যু?

গাইড সুব্রত পাইক বলেন, মেঘলা ওয়াচ টাওয়ার থেকে ফেরার পথে বাইসনের দলের দর্শন পেয়েছেন তাঁরা। এর পাশাপাশি সম্প্রীতি রাইনো পয়েন্ট দেখে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে ফেরার পথে একেবারে সামনে দেখা পেয়েছেন একটি বিশাল সাইজের চিতাবাঘ, যেটি রাস্তাজুড়ে দাঁড়িয়ে ছিল। গরুমারা ফরেস্ট বাংলোর খুব কাছেই ছিল ওই চিতাবাঘ। গাড়িতে সাফারি করছিলেন শিক্ষক শিক্ষিকারা। তাঁরা বানারহাট থেকে এসেছিলেন। মোট পাঁচজন ছিলেন। তাঁরা জানাচ্ছেন, এর আগেও গরুমারায় এসেছেন তাঁরা কিন্তু, কখনও চিতাবাঘ দেখতে পাননি। কিন্তু সন্ধ্যার পর একেবারে চোখের সামনে লেপার্ড দেখে তাঁদের ভয়ে আত্মারাম খাঁচা হয়ে যাওয়ার জোগাড় হয় তাঁদের।

গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজ প্রতিম সেন জানান, জিপসি সাফারিতে গাইডদের সহযোগিতায় পর্যটকরা জীবজন্তু দেখার সুযোগ পাচ্ছেন। এতে তাঁরাও বেজায় খুশি। এর পাশাপাশি তিনি জানান, গাইডরা পর্যটকদের সুন্দর করে জঙ্গলের আনন্দ উপভোগ করানোর কাজে সহায়তা করছেন। ডাইডের কাজে সাধুবাদ জানিয়েছেন ডিএফও।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *