নারায়ণ সিংহ রায়: ৪ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল শিলিগুড়ির ‘মিসিং’ যুবকের মৃতদেহ। খুনের অভিযোগ পরিবারের। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিস।
১৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ থাকার পর শিলিগুড়ি মহকুমার জালাস নিজামতারা অঞ্চলের ঝমকলালজোতে গ্রামের তিস্তা ক্যানালের লকগেট থেকে আজ উদ্ধার হয় শিবম পালিত ওরফে ঈশানের নিথর দেহ। শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন শিবম। এদিন মৃতদেহ উদ্ধারের খবর পেয়েই শিবমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। পরিবারের দাবি, মৃত যুবকের পায়ে এবং মাথার পিছনে গভীর ক্ষত রয়েছে। যুবককে খুন করে ফুলবাড়ি ক্যানালে ফেলে দেওয়া হয়েছে। এমনটাই দাবি পরিবারের সদস্যদের। গোটা ঘটনায় এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার।
জানা গিয়েছে, বছরখানেক আগে শিলিগুড়ির এক যুবতীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে শিবমের। তখন থেকেই রেজিস্ট্রি করে বিয়ে করে সংসার করতে শুরু করে শিবম। গতকাল ২০ তারিখ তাদের সামাজিক মতে তাঁদের বিয়ের অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু সামাজিক বিয়ের আগেই গত ১৭ ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে যান শিবম। প্রথম অবস্থায় ফুলবাড়ির কাছে তারঁ স্কুটি উদ্ধার হয়। তারপর এখন তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত যুবকের কাকা প্রফুল্ল ভৌমিক জানান, গত সোমবার স্বামী-স্ত্রীর মধ্যে কেনাকাটা নিয়ে বচসা হয়। সেইদিন থেকেই শিবমকে খুঁজে পাওয়া যায়নি। এটি আত্মহত্যা নয়, মৃতদেহ দেখে মনে হচ্ছে গতকাল মেরে ফেলা হয়েছে। স্ত্রীর বাড়িতে মারধর করার পর মেরে ফেলে দেওয়া হয়েছে। আমাদের ধারণা শিবমের স্ত্রী-র মামা এই খুনের পিছনে জড়িত। সুপরিকল্পিতভাবে খুন করে ফেলা দেওয়া হয়েছে। আমরা চাই পুলিস দ্রুত তদন্ত করুক।
গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ পরিষ্কার হবে বলে পুলিস জানিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)