জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাহাড় ডিঙানো বোধহয় একেই বলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫০ ওভারে ইংল্যান্ডের ৩৫১ রানে পাহাড় ১৫ বল বাকী থাকতেই গুঁড়িয়ে দিল ‘কমজোরি’ অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বেন ডাকেটের ১৬৫ ও জো রুটের ৬৫ রান কোনও কাজেই এল না। মাত্র ৫ উইকেট হারিয়েই জয়ের জন্য রান তুলে নিল অজিরা। নট আউট থেকে জয়ের ভিত গড়ে দিলেন জোশ ইংলিশ। যোগ্য সাপোর্ট দিলেন অ্য়ালেক্স ক্রে, মার্নাস ল্যাবুসেনরা।
আরও পড়ুন- ‘শুধু ১ বেলা খাই’! ভারত-পাক ম্যাচের আগে ৯ কেজি ওজন কমানোর কাহিনি শোনালেন শামি…
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট মাত্র ১০ রানেই ফিরে যান। দুরন্ত ক্য়াচে তাঁকে তালুবন্দি করেন অ্যালেক্স ক্যারে। ফিরে যান জিমি স্মিথও। এরপরই ভাঙ্গা নৌকার হাল ধরেন বেন ডাকেট ও জো রুট। ১৪৩ বলে ১৬৫ রান করেন ডাকেট। ইনিংসে তিনি মারেন ১৭টি চার ৩টি ছক্কা। শেষপর্যন্ত এলবিডাবলিউ হয়ে তিনি ফিরে যান। জোর রুট ৭৮ বলে করনে ৬৮ রান। পাশাপাশি জোস বাটলারের ব্যাট থেকে আসে ২৩ রান। জোফ্রা আর্চার করেন ২১ রান। লাহোরের মাঠে ১৬৫ রানের ইনিংস খেলে রেকর্ড গড়ে ফেলেন ডাকেট। ২১ বছর আগে আমেরিকার বিরুদ্ধে ১৪৫ রান করেছিলেন নিউ জিল্যান্ডের ন্যাথান অ্যাস্টেল।
এদিকে, ওই বিপুল রানের বোঝা ঘাড়ে নিয়ে মাঠে নামলেও অস্ট্রেলিয়া যে কতটা বিপজ্জনক হতে পারে তা দেখিয়ে দিল তারা। ওপেন করতে নেমে ৬৬ বল খেলে ৬৩ রান করেন ম্যাথ্য়ু শর্ট। লিভিংস্টোনের হাতে কট অ্যান্ড বোল্ড হন তিনি। এর মধ্যেই দ্রুত পড়ে যান হেড ও স্মিথ। এরপর দ্রুত হাল ধরেন মার্নাস ল্যাবুসেন ও জোশ ইংলিশ। ৮৬ বলে ১২০ রান করেন জোশ ইংলিশ। পাশাপাশি ৪৫ বলে ৪৭ রান করেন। পাশাপাশি অ্যালেক্স কার্লে ৬৩ বলে করেন ৬৯ রান। ৩৬ বলে ৩২ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষপর্যন্ত ১৫ বল বাকী থাকতেই ৩৫১ রানের গন্ডি পেরিয়ে যায় অস্চ্রলিয়া। ইংল্যান্ডের বোলিং ব্রিগেড শেষ করে দিলে তাদের ৩৫১ রানের টার্গেট। জোফ্রা আর্চার ১০ ওভারে দেন ৮২ রান। মার্ক উড ৯.৩ ওভারে দেন ৭৫ রান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)