জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই রবিবাসরীয় দুবাইয়ে ফের ‘মাদার অফ অল ব্যাটল’! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) মুখোমুখি ভারত-পাকিস্তান ( IND Vs PAK)। এই হাইভোল্টেজ ডুয়েল ঘিরে এখনই শুরু হয়ে গিয়েছে ভবিষ্যদ্বাণী। এবার আসরে মহাকুম্ভে ভাইরাল হওয়া ‘আইআইটি বাবা’ (IIT Baba) ওরফে অভয় সিং। তাঁর ভবিষ্যদ্বাণীতেও নেটপাড়ায় শুরু হয়েছে শোরগোল
এক পডকাস্টে এসে অভয় বলেন, ‘আমি তোমাকে প্রথমেই বলে দিচ্ছি, এবার ইন্ডিয়া জিতবে না। সে বিরাট কোহলি বা যে কেউ। যতই জোর লাগাও এবার কিন্তু জিততে পারবে না। আমি বারণ করে দিয়েছি, তার মানে জিতবে না। ভগবান বড় না তুমি বড়, সেটা দেখা যাবে!’ বাংলাদেশকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে ভারত। ওদিকে পাকিস্তান প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে হেরেছে।
আরও পড়ুন: ধাওয়ানের পাশে কে এই সুন্দরী রহস্যময়ী? তাঁদের সম্পর্ক নিয়ে এখন জোর গুঞ্জন…
এবার মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন অভয়। মুখে এরগাল দাড়ি, সুন্দর কথা বলেন এই তরুণ। মুম্বই আইআইটি থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারি করেছেন অভয়। তারপর গ্রাফিক্সেও কোর্স করেছেন। বিদেশে মাসিক ৩ লক্ষ টাকার চাকরিও করেছেন। তবে কিছুই তাঁর ভালোলাগেনি। সত্যের খোঁজে ঈশ্বরের নামে বেরিয়ে পড়েছেন পথে পথে। হরিয়ানার বাসিন্দা অভয় এখন একাধিক বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছেন।
মহাকুম্ভের জুনা আখাড়া থেকে যদিও অভয়কে বার করে দেওয়া হয়েছিল। গুরু মহন্ত সোমেশ্বর পুরীর বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। জুনা আখাড়ার এক সন্ন্যাসী জানিয়ে ছিলেন যে, অভয় সাধু নন, একজন ভবঘুরে। উনি টিভিতে যা খুশি পেরেছেন, বলেছেন। যদিও অভয় মানতে অস্বীকার করেছিলেন যে, তাঁকে বহিষ্কার করা হয়েছিল। বরং তাঁর দাবি ছিল, আখড়ার সাধুরা তাঁর সম্পর্কে গুজব ছড়িয়েছেন।
আরও পড়ুন: ভেগান কোহলির মুখে চিকেন! দুবাইয়ে ব্যক্তিগত রাঁধুনিও নিষিদ্ধ, রাজার ভোজে থাকছে কী?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)