জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই রবিবাসরীয় দুবাইয়ে ফের ‘মাদার অফ অল ব্যাটল’! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) মুখোমুখি ভারত-পাকিস্তান ( IND Vs PAK)। এই হাইভোল্টেজ ডুয়েল ঘিরে এখনই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই প্রতিবেদনে চোখ বুলিয়ে জেনে নিন কোথায় কখন কীভাবে দেখবেন রোহিত-রিজওয়ান দ্বৈরথ…
ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে?
ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি, রবিবার অনুষ্ঠিত হবে।
ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচ কোথায় খেলা হবে?
ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচটি দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
আরও পড়ুন: রইল ভারত-পাক ওডিআই পরিসংখ্যান, শেষবার আইসিসি ইভেন্টে কী হয়েছিল? ঝালিয়ে নিন ঝলকে…
ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে?
ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচটি ভারতীয় সময়ে দুপুর ২:৩০ মিনিটে শুরু হবে।
ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচটির টস কখন হবে?
ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচের টস হবে দুপুর ২টোর সময়ে।
ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচটি টিভিতে কীভাবে সরাসরি দেখা যাবে?
ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচটি, দুপুর ১:৩০ মিনিটে থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্কে ও স্পোর্টস ১৮-তে সরাসরি সম্প্রচারিত হবে।
ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচটি অনলাইনে কীভাবে সরাসরি দেখা যাবে?
ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ ম্যাচটি, দুপুর ১:৩০ মিনিটে থেকে জিওহটস্টারে দেখা যাবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের স্কোয়াড: মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সলমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, সৌদ শাকিল, কামরান গুলাম, খুশদিল শাহ, তৈয়ব তাহির, উসমান খান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ হাসনাইন ও আবরার আহমেদ।
আরও পড়ুন: ‘৬০ বলে ১০০ করবে’! মহাযুদ্ধে ছক্কার রকেটেই মুছে যাবে পাকিস্তান, ভবিষ্যদ্বাণী যুবির
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮ দলীয় লড়াই হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ডকে নিয়ে একটি গ্রুপ। অপর গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। ২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এটুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেহেতু আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)