ডিভিসির ছাড়া জলে অকাল বন্য়া হাওড়ায়! ভাসছে উদয়নারায়ণপুর…Flood in Howrahs udaynarayanpur after DVC releases water


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বর্ষা আসতে এখনও ঢের দেরি। শীতের শেষেই এবার বন্যা ভাসল হাওড়ার উদয়নারায়ণপুর! প্রায় হাজার বিঘে জমির আলু ও ধান এখন জলের তলায়। ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা।

আরও পড়ুন:  Howrah Station: উত্তরপ্রদেশ থেকে বেআইনি পথে প্রচুর ডলার আনা হচ্ছিল কলকাতায়! হাওড়া স্টেশনে…

প্রতি বছরই বর্ষায় বন্যা হয় উদয়নারায়ণপুরে। বৃষ্টি হলেই ছাড়ে ডিভিসি। কিন্তু এখন তেমন বৃষ্টি নেই। রোদ ঝলমলে আবহাওয়া। তাহলে? সেচ দফতর সূত্রে খবর, প্রতিবছরই শীতের শেষের দিকে বরো চাষের মরশুমেও জল ছা়ড়ে ডিভিসি। ব্যতিক্রম ঘটেনি এবারও। খালের মাধ্যমে সেই জল জমিতে প্রবেশ করানোর জন্য মুন্ডেশ্বরী নদীর চিংড়া-সহ বিভিন্ন জায়গায় যথারীতি বাঁধও দেওয়া হয়েছিল।

অভিযোগ, বাঁধে জল জমে গিয়েছিল। তারপর দিন কয়েক আগে ফের জল ছাড়ে ডিভিসি। ফলে জলস্তর বেড়ে গিয়েছে। এতটাই যে, স্থানীয় বলাইচক এলাকায় চিংড়া খালের উপর বাঁধ পেরিয়ে জল ঢুকছে উদয়নারায়ণপুরে। পাঁচারুল, দেবীপুরে প্রায় হাজার বিঘা জমির জলে তলায় চলে গিয়েছে। জল নাকি আরও বাড়ছে! সেক্ষেত্রে  অন্যান্য পঞ্চায়েতে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।  স্থানীয় বিধায়ক সমীর পাঁজা জানিয়েছেন, চাষীদের যে আলু আছে, সেগুলো আমরা ন্যায্য মূল্যে সরকারি নিয়ম অনুসারে কিনে নেব’।

আরও পড়ুন:  South 24 Prgs: বাবা বাড়িতে পা দিতেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল ছেলে, কেন এত রাগ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *