ফের পারদ পতন বঙ্গে! কবে বিদায় নেবে শীত? আবহাওয়ার বড় আপডেট…| mercury falls in west bengal When will the winter leave weather office update


অয়ন ঘোষাল: রাজ্যে আজ থেকে কমতে থাকবে বৃষ্টি। মঙ্গল, বুধ, বৃহস্পতি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় কোথাও নেই। দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পতন। পশ্চিমের জেলায় ৭২ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত। শুক্রবার থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। চলতি সপ্তাহান্তে শীতের বিদায় বঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে আজও।

সিস্টেম
জোড়া ঘূর্ণাবর্ত। উত্তরপূর্ব আসাম এবং পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে ঘূর্ণাবর্ত। পশ্চিমা অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত। পুবালী অক্ষরেখা কেরালা থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে আজ পাস করবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আজ ২৪ শে ফেব্রুয়ারি। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।

দক্ষিণবঙ্গে

আজ সোমবার বজবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে। বাকি জেলায় আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। মঙ্গল, বুধ, বৃহস্পতি কোথাও উল্লেখ্যযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গ

দার্জিলিঙ-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে আজ সোমবার রাত পর্যন্ত। সিকিমে তুষারপাতের সম্ভাবনা ও তার সংলগ্ন দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস। আজ সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: কঠোর পরিশ্রমের ফল পাবেন কর্কট, ধৈর্য্যই পথ দেখাবে কন্যাকে…

কলকাতা
আজ আংশিক মেঘলা আকাশ। কাল থেকে পরিষ্কার আকাশ। রাতের ও দিনের পারদ খুব সামান্য পতনের সম্ভাবনা। শুক্রবার থেকে ফের পারদ উত্থান।

কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২২.২ থেকে নেমে ২১.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯৩ শতাংশ।

ভিনরাজ্যে
ওড়িশা, ঝাড়খণ্ড, আসামে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। সিকিম, বিহার, ছত্রিশগড় এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *