জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ( Champions Trophy 2025), গত রবিবার ‘মাদার অফ অল ব্যাটল’-এ মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (IND vs PAK Champions Trophy 2025)। মহম্মদ রিজওয়ানদের ২৪১ রান তাড়া করে ভারত ৪৫ বল হাতে রেখে হেসেখেলে ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। ১১১ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে সব আলো কেড়ে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। নখ-দাঁতহীন পাকিস্তানকে ধুয়ে দিলেন সেই দেশের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার (Shoaib Akhtar)
আরও পড়ুন: ‘ভারতের জন্য ২২ জন পুরোহিত ছিল স্টেডিয়ামে’! পাগলে কী না বলে, ছাগলে কী না খায়…
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ এক্সে ভিডিয়ো পোস্ট করে পাকিস্তানের সমালোচনায় বলেন, ‘আমি মোটেই হতাশ নই, পাঁচজন বোলার বাছতে পার না একটা টিম! যেখানে পুরো বিশ্ব ছ’জন বোলার নিয়ে খেলছে। দু’জন অলরাউন্ডার নিয়ে খেলতে নেমেছে!নির্বোধ এবং দিশাহীন ম্যানেজমেন্ট। আমরা বাচ্চাদের (পাকিস্তানের খেলোয়াড়দের) দোষ দিতে পারি না। খেলোয়াড়রা ঠিক টিম ম্যানেজমেন্টের মতোই অজ্ঞ! তারাও জানে না যে কী করতে হবে! যেমন ম্যানেজমেন্ট, তেমন টিম। কোনও স্পষ্ট নির্দেশ ছাড়াই খেলতে চলে গিয়েছে। কেউ জানে না যে, তাদের ঠিক কী করা উচিত! না এই দলের কারোর বিরাট-রোহিত-শুভমনের মতো স্কিল রয়েছে, না কেউ কিছু জানে।’
কোহলিকেও কুর্নিশ জানিয়েছেন শোয়েব। তিনি কোহলির প্রশংসায় শোয়েব বলেন, ‘আপনি বিরাটকে বলবেন যে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আছে, সেভাবে প্রস্তুত হয়েই আসবে এবং তারপর সেঞ্চুরি করবে। ওকে সেলাম। একজন সুপারস্টার, সাদা বলের রানচেজার, আধুনিক যুগের গ্রেট।একজন সৎ মানুষ। ১৪০০০ রানও পূরণ করল। আমি আশা করি যে, ও ১০০টি সেঞ্চুরি করবে। এই ছেলেটি সবকিছুর দাবিদার।’
আরও পড়ুন: নাদালের ঘড়িই হার্দিকের হাতে! ৭ কোটির টাইমপিসের কী বিশেষত্ব? ৫০ পিসের একটি আম্বানিরও
এছাড়াও শোয়েব এক পাক চ্যানেল টক-শোয়ে এসে চমকে দেওয়া বিবৃতি দিয়েছেন। তিনি সেখানে বলেছেন, ‘আমাকে টাকা দেওয়া নাহলে আমি পাকিস্তান ক্রিকেট নিয়ে কথাও বলতাম না। সত্যি বলতে, তাদের সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। আমাকে এখানে (এই শোয়ে) আসার জন্য অনুরোধ করা হয়েছে এবং তাই আমি এসেছি। আপনাদের সততার সঙ্গে বলছি এবং টিভিতে লাইভ করছি। পাকিস্তানের খেলোয়াড়দের সম্পর্কে খারাপ কথা বলার কোনও কর্মসূচি নেই আমার। কেন আমার সময় নষ্ট করব! আমি ২০১১ সাল থেকে টিভিতে (সাক্ষাৎকার এবং প্যানেল আলোচনা) অনুষ্ঠান করছি। বিশ্বাস করুন, আমি সবকিছু বলে ফেলেছি।’ বোঝাই যাচ্ছে শোয়েব কত’টা হতাশ হয়েছেন…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)