অরূপ লাহা: দুর্ঘটনা কেড়ে নিয়েছে ছেলেকে। শোকে আত্মহত্যা করলেন মা-ও! বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে আউশগ্রামে।
আরও পড়ুন: Panagarh Accident: ‘সুতন্দ্রার গাড়ি এত জোরে চলছিল, তো ওর সঙ্গীরা বারণ করল না কেন!’
জানা গিয়েছে, মৃতার নাম লক্ষীরানি ঘোষ। বাড়ি, আউশগ্রামের ছোড়া গ্রামে। তাঁর তিন ছেলের মধ্যে বড় বিশ্বজিত্ ঘোষ। মোরবাঁধ থেকে দুর্গাপুর স্টেশন রুটে মিনিবাস চালাতেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে কাজে সেরে বাড়ি ফিরছিলেন বিশ্বজিত্। গুসকরা ১১ মাইল রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। আঘাত লাগে মাথায় ও পায়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় বননবগ্রাম হাসপাতালে। সেখানে থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে। কিন্তু বাঁচানো যায়নি বিশ্বজিতকে।
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি লক্ষ্মীরানিকে। আজ, বুধবার ময়নাতদন্তের পর দেহ বাড়িতে আনা হয়। তার আগে বছর ছিয়াত্তরের ওই বৃদ্ধাকে ছেলের মৃত্যুর খবর দেওয়া হয়। বাড়ি তখন অনেক লোক। হঠাত্ ‘পান খেয়ে আসি’ ঘরে চলে যান লক্ষ্মীরানি। তারপর অনেকক্ষণ কেটে যায়। শেষে ঘরে গিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। হাসপাতালে নিয়ে গেলে, ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আরও পড়ুন: Bengal Weather Update: বৃহস্পতিবার থেকেই বৃষ্টিতে ভাসবে বাংলা? দ্রুত পড়ে যাবে গরমও? মার্চে কী হবে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)