IND vs NZ | Champions Trophy 2025: চূড়ান্ত ফ্লপ টপ অর্ডার! লড়লেন শ্রেয়স-অক্ষর-হার্দিক, ইন্ডিয়া করল ২৪৯


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) গ্রুপ ‘এ’র প্রথম দুই সেমিফাইনালিস্ট-  ভারত ও নিউ জ়িল্যান্ড, রবিবার, আজ দুবাইয়ে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে। এই ম্যাচ যে জিতবে সে গ্রুপ এ-তে পয়েন্ট তালিকার মগডালে চড়েই সেমি খেলবে। দু’দলের কাছেই এই ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও জেতা-হারায় কারোরই নকআউটের রাস্তায় বোল্ডার পড়বে না। কারণ সেমির টিকিট আগেই কনফার্মড হয়ে গিয়েছে…

আরও পড়ুন: ‘ফ্লাইং ফিলিপ’ নিলেন কোহলির অবিশ্বাস্য ক্যাচ! অনুষ্কার প্রতিক্রিয়া ভাইরাল…

ধারে ভারে অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে ভারত  সেমিফাইনালের টিকিট কেটেছে, দেখতে গেলে এদিনই ভারত প্রথম কঠিন প্রতিপক্ষ পেল। মিচেল স্যান্টনার এদিন টস জিতে রোহিত শর্মাদের ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। ভারত প্রথমেই মুখ থুবড়ে পড়ে। ৭ ওভারের ভিতর ৩০ রানে চলে যায় টপ অর্ডার। শুভমন গিল (২) ও রোহিত (১৫) ফিরে যাওয়ার পর সকলের চোখ ছিল বিরাট কোহলির দিকে। এদিন তিনি সপ্তম ভারতীয় এবং ১৮ নম্বর ক্রিকেটার হিসেবে ৩০০ নম্বর একদিনের আন্তর্জাতিক ওডিআই খেলছেন। কোহলির উপর সকলের বড় রানের আশা থাকলেও, মাইলস্টোন ম্যাচে তিনি ১৪ বলে ১১ রান করে ফেরেন!

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আরও পড়ুন: ২০২৫ সালে আরও তিনবার ভারত-পাক! কবে কোথায় খেলা? চলে এল বিরাট আপডেট

তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে কিছুটা অক্সিজেন দিয়েছিলেন শ্রেয়স আইয়ার (৯৮ বলে ৭৯) ও অক্ষর প্যাটেল (৬১ বলে ৪২)। এই দুই ব্যাটার ফেরার পর কেএল রাহুলও (২৩) আউট হয়ে সাজঘরে ফিরেছেন। এরপর হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার কাঁধে দায়িত্ব ছিল ভারতকে লড়াই করার মতো একটা স্কোর করে দেওয়ার। ২০ বলে ১৬ রান করে ফেরেন জাদেজা। তবে সাতা নামা হার্দিক তাঁর জাত চিনিয়ে দেন, বুঝিয়ে দেন আইসিসি ইভেন্টে কেন তিনি ভারতের সম্পদ। ৪৫ বলে কার্যকরী ৪৫ রান করে আউট হলেন শেষ ওভারের তিন বল বাকি থাকতে। ভারত শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলল। কিউয়ি পেসার ম্যাট হেনরি নিলেন পাঁচ উইকেট। কাইলি জেমিসন, ও’রুরকি, স্যান্টনার ও রাচিন রবীন্দ্র নিলেন এক উইকেট করে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *