Shreyas Iyer | BCCI Central Contract: ‘অবাধ্যতায়’ মেলেনি বোর্ডের বার্ষিক চুক্তি! এখন কীভাবে ফিরে পাওয়ার যোগ্য শ্রেয়স?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছর ফেব্রুয়ারির ঘটনা। ভয়ংকর ভুলেই গিলোটিনে গলা গিয়েছিল ভারতীয় দলের দুই নক্ষত্র ক্রিকেটারের! বোর্ডের (BCCI) নির্দেশিকা না মানার পরিণাম হাড়ে হাড়ে টের পেয়েছিলেন ঈশান কিশান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বিসিসিআই-এর ‘অবাধ্য’ হয়ে বোর্ডের বার্ষিক চুক্তি (BCCI Central Contract 2023-2024) থেকে বাদ পড়েছিলেন তাঁরা।

বিসিসিআই সাফ জানিয়েছিল যে, সমস্ত কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়রা যেন ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়। বোর্ডের নির্দেশ সত্ত্বেও রঞ্জি ট্রফিতে অংশ নেননি ঈশান কিশান। অন্যদিকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি জানিয়েছিল যে, শ্রেয়সের চোট নেই। তবুও শ্রেয়স মুম্বইয়ের হয়ে খেলেননি। জানা গিয়েছিল তিনি নাকি কেকেআরের প্রাক মরসুম শিবিরে ছিলেন! ফলে পরিণতি যা হওয়ার তাই হয়েছিল। শ্রেয়স এখনও বোর্ডের বার্ষিক চুক্তিবদ্ধ নন! তবে দেশের তারকা মিডল-অর্ডার ব্যাটার তা দ্রুত ফেরত পেতে পারেন! সেই যোগ্যতা অর্জনের পথে শ্রেয়স, কিন্তু কীভাবে?

আরও পড়ুন: চূড়ান্ত ফ্লপ টপ অর্ডার! লড়লেন শ্রেয়স-অক্ষর-হার্দিক, ইন্ডিয়া করল ২৪৯

২০২৩ বিশ্বকাপে ১১ ম্যাচে ৫৩০ রান করেও শ্রেয়স চুক্তি বাঁচাতে পারেননি। এই মুহূর্তে শ্রেয়স খেলছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। আছেন দুরন্ত ফর্মে। রবিবার, আজ চলতি ভারত- নিউ জ়িল্যান্ড ম্যাচে শ্রেয়স ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ দারুণ ভাবে করেছেন। ৩০ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে শ্রেয়স অক্সিজেন দিয়েছিলেন ৯৮ বলে ৭৯ রানের কার্যকরী ইনিংস খেলে। 

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

গতবছরঁ ফেব্রুয়ারিতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা ঘোষণা করার সময়, বিসিসিআই স্পষ্ট করে বলেছিল যে, যাঁরা বাদ পড়েছেন তাঁরা যদি নির্দিষ্ট সময়ের ভিতর কমপক্ষে ৩টি টেস্ট/ ৮টি ওডিআই/ ১০টি টি-টোয়েন্টিআই খেলেন, তাহলে তাঁদের নাম এমনিই বোর্ডের বার্ষিক চুক্তিতে ‘গ্রেড সি’ ক্যাটাগরিতে জুড়ে যাবে! তবে এই ডেডলাইন গত ৩০ সেপ্টেম্বরেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এখনও শ্রেয়সের কাছে রাস্তা থাকছে। 

আরও পড়ুন: কে হলেন কেকেআরের নতুন ক্যাপ্টেন? সুকৌশলে নাম ঘোষণা শাহরুখদের ! চলে এল বিরাট আপডেট…

বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ার পর থেকে শ্রেয়স ৯টি ওডিআই খেলেছেন। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি ওডিআই, ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওডিআই খেলেছেন শ্রেয়স। এবং এখন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩টি ম্যাচ খেলা হয়ে গেল। আসলে, ভারত যদি টুর্নামেন্টের ফাইনালে যেতে পারে তাহলে আইয়ারের আরও দু’টি ম্যাচ খেলার সুযোগ থাকবে। অতএব, শ্রেয়স ২০২৪-২৫ মরমুসে বোর্ডের বার্ষিক চুক্তি পাওয়ার শক্তিশালী দাবিদার হয়ে উঠবেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *