জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত রবিবার, গ্রুপের শেষ ম্যাচে ভারত ৪৪ রানে নিউ জ়িল্যান্ডকে হারিয়েছে। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত খেলবে স্টিভ স্মিথের (Steve Smith) অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে। মেগাম্যাচের ঠিক একদিন আগেই দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ককে বেনজির আক্রমণ করেছিলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ (Congress spokesperson Shama Mohamed)! তিনি বলেছিলেন যে, রোহিত ক্রীড়াবিদ হিসেবে খুবই মোটা, পাশাপাশি এও বলেছিলেন যে, ভারতকে আজ পর্যন্ত যতজন নেতৃত্ব দিয়েছেন, তার ভিতর সবচেয়ে প্রভাবহীন রোহিতই!
আরও পড়ুন: রোহিতকে ‘মোটা’ বলেছেন কংগ্রেস মুখপাত্র! কড়া প্রতিক্রিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের
শামার মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্কের আগুন জ্বলেছে। এই পরিস্থিতিতে শামার মুখে ঝামা ঘষে দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে রোহিতের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি সবসময় বলেছি, যদি শুধুই স্লিম ছেলে চান, তাহলে তোমার মডেলিং প্রতিযোগিতায় যান এবং সেখান থেকে সব মডেলদের বেছে নিন। বিষয়টি তো আর সেরকম নয়। বিষয়টা হচ্ছে কে কত ভালো ক্রিকেট খেলতে পারে। আমরা সরফরাজ খানকে নিয়ে কথা বলেছি। অনেকদিন ধরেই ওজনের কারণে তার নিন্দা করা হয়েছে। কিন্তু সে যদি টেস্টে ভারতের হয়ে ১৫০ রান করে এবং তারপরেও দু’টি বা তিনটি পঞ্চাশের বেশি রান করে, তাহলে সমস্যাটা কোথায়? আমার মনে হয় না, সাইজের কোনও সম্পর্ক আছে। মনের জোরই ঠিক করে দেয় কত দূর যেতে পারবেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো ব্যাট করো, দীর্ঘক্ষণ ব্যাট করো এবং রান করো।’
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
শামা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘রোহিত শর্মা একজন স্পোর্টসম্যান হিসেবে মোটা! তাঁকে ওজন কমাতে হবে! এবং অবশ্যই তিনি ভারতের সবচেয়ে প্রভাবহীন অধিনায়ক!’ পরিস্থিতি বেগতিক বুঝে শামা সেই পোস্টও ডিলিট করেন পরে। যদিও নিজের অবস্থান থেকে সরে আসেননি শামা। তিনি সংবাদসংস্থা এএনআই-কে রোহিত কাণ্ডে প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, ‘একজন খেলোয়াড়ের ফিটনেস সম্পর্কে একটি সাধারণ টুইট ছিল। মোটেই বডি শেমিংয়ের বিষয় ছিল না। আমি সবসময় বিশ্বাস করি যে, একজন খেলোয়াড়ের ফিট থাকা উচিত, এবং আমার মনে হয়েছিল যে রোহিতের ওজন একটু বেশিই, তাই আমি কেবল সেই সম্পর্কে টুইট করেছি। কিন্তু কোনও কারণ ছাড়াই আমার উপর আক্রমণ করা হচ্ছে। আমি রোহিতের পূর্ববর্তী অধিনায়কদের সঙ্গে তাঁর তুলনা করে এই বিবৃতি দিয়েছি। আমার অধিকার আছে। বলার মধ্যে ভুল কী? এটা গণতন্ত্র।’রোহিতকে অপমান করায় কংগ্রেসকে ধুয়ে দিয়েছে পদ্মশিবিরের নেতানেত্রীরা। রোহিত সমর্থনে একের পর এক আগুনে বিবৃতি দিচ্ছেন তাঁরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)