Awas Yojona | Bankura: আবাসের টাকার ‘৫০০০ চান’ তৃণমূল নেতা! বিস্ফোরক অভিযোগ উপভোক্তার…


মৃত্যুঞ্জয় দাস: আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূলের কাটমানির জন্য কেন্দ্র আবাস যোজনা বন্ধ করেছে। তৃণমূলকে কটাক্ষ বিজেপির। বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লাল্টু বাগদী নামের এক আবাস উপভক্তার কাছ থেকে ৫০০০ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা তুষারকান্তি মুখার্জির বিরূদ্ধে।

সম্প্রতি আবাস নিয়ে কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকারের একক প্রচেষ্টায় রাজ্যের ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য। সেই তালিকায় নাম রয়েছে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লাল্টু বাগদীর। অভিযোগ, লাল্টু প্রথম কিস্তির টাকা পেতেই তাঁর বাড়িতে যান স্থানীয় তৃণমূল নেতার তুষারকান্তি মুখার্জি। উপভোক্তাকে বলেন ১০ হাজার টাকা দিতে। উপভোক্তা তাঁকে ৫০০০ টাকা দেন।

উপভোক্তার দাবি, ওই তৃণমূল নেতা তাঁকে বলেন সকলের কাছে ৫০০০ টাকা করে নেওয়া হয়েছে তাই তাঁকেও দিতে হবে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কেউ তাঁকে ভয় দেখিয়ে একথা বলাচ্ছে। আবাস প্রকল্পে উপভোক্তারা যাতে কাউকে টাকা না দেন, সেই জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে এসেছেন তারা। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 

যদিও তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সামনে আসতেই শুরু শাসক-বিরোধী তরজা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখাপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন‌, তৃণমূলের নেতারা টাকা নেবে না এটা হতেই পারে না! যারা টাকা দিয়ে এসেছে, তাঁরা-ই পদ পেয়েছে! এখন যাঁরা টাকা নিচ্ছেন, তাঁরা আগামী দিনে পদ পাবেন!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি সুব্রত দত্ত এপ্রসঙ্গে বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। যদি কোনও তৃণমূল নেতা এই কাজ করে থাকেন, তবে প্রশাসন তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। যদি দলগতভাবে এই অভিযোগ আসে, তাহলে দল থেকেও তার ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন, Memari: কাজ দেওয়ার নামে তামিলনাড়ু নিয়ে গিয়ে বেধড়ক মারধর, ২০ লাখ দিতে চাপ!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *