জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগপুরের মাল্টি-মডেল ইন্টারন্যাশনাল কার্গো হাব এবং বিমানবন্দর এলাকায় অবস্থিত পতঞ্জলি মেগা ফুড অ্যান্ড হারবাল পার্কটি ৯ মার্চ, ২০২৫ তারিখে শুরু হতে চলেছে। এই ফুড পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০১৬ সেপ্টেম্বরে। এটি এখন ফল ও সবজি প্রক্রিয়াকরণের একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে চলেছে।
এই ফুড পার্কটি কমলালেবু, মিষ্টি লেবু এবং লেবুর মতো সাইট্রাস ফল প্রক্রিয়াজাতকরণের জন্য তৈরি হয়েছে। প্রতিদিন, এটি ৮০০ টন ফল প্রক্রিয়াজাত করে রস, রস জমাটবদ্ধকরণ, পাল্প, পেস্ট এবং পিউরি তৈরি করবে। এছাড়াও, আম, পেয়ারা, পেঁপে, ডালিম, স্ট্রবেরি, আপেল, নাশপাতি, টমেটো এবং গাজরের মতো গ্রীষ্মমন্ডলীয় ফলও প্রক্রিয়াজাত করা হবে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এই পার্কে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এর কারণ মূলত সমস্ত পণ্য প্রাকৃতিক এবং সংরক্ষণকারী পদার্থমুক্ত করা। তাছাড়া, লেবুর অবশিষ্টাংশ নিয়ে তেল এবং জল দিয়ে তৈরি করা হবে সুগন্ধি পণ্য। এই ফুড পার্কটি কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল ক্রয় করবে, যা তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে।
[এই প্রতিবেদনটি IndiaDotCom Pvt Lt-এর কনজিউমার কানেক্টেড একটি উদ্যোগ। জি ২৪ ঘণ্টা ডিজিটাল সম্পাদকীয় বিভাগ প্রতিবেদনের বক্তব্যের জন্য দায়বদ্ধ না।]
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)