জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করিনা কাপুর (Kareena Kapoor) ও শাহিদ কাপুর (Shahid Kapoor), এক সময় একে অপরের প্রেমে পাগল ছিলেন। ভাইরাল হয়ে যায় তাঁদের অন্তঃরঙ্গ মুহূর্তের ভিডিয়ো। পর্দার পিছনের প্রেম প্রভাব ফেলে স্ক্রিনেও। একের পর এক ছবিতে তাঁদের রসায়ন প্রগাঢ় হয় আর কালক্রমে তাঁরা হয়ে ওঠেন নয়া প্রজন্মের জনপ্রিয় জুটি। এরই মাঝে মন কষাকষি, ভেঙে যায় সম্পর্ক। যেসময় তাঁদের সম্পর্ক ভাঙে, সেই সময় তাঁরা একটি ছবির শ্যুটিং করছিলেন, ছবির নাম ‘জব উই মেট’।
যে ছবির মাঝে ভাঙল প্রেম, সেই ছবিটিই হয়ে উঠল তাঁদের কেরিয়ারের মাইলস্টোন, তবে ফের জোড়া লাগল না সম্পর্ক। সেই বিচ্ছেদে এতটাই তিক্ততা ভরে গেল যে একে অপরের মুখও দেখতে চাননি তাঁরা। মাঝে কেটে গেছে এক দশকেরও বেশি সময়। সম্পর্কে উন্নতি চোখে পড়েনি ক্যামেরার সামনে। এমনকী সাম্প্রতিক সময়েও একটি ইভেন্টে দেখা যায় যে একে অপরকে এড়িয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু আচমকাই ছন্দপতন শনিবাসরীয় দুপুরে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
জয়পুরে অনুষ্ঠিত হতে চলেছে IIFA ২০২৫। শনিবার ছিল সেই অ্যাওয়ার্ড শোয়ের সাংবাদিক বৈঠক। সেখানে হাজির ছিলেন করণ জোহর, শাহিদ কাপুর, করিনা কাপুর, কৃতি শ্য়ানন ও কার্তিক আরিয়ান। সেই মঞ্চে মুখোমুখি দেখা শাহিদ ও করিনার। মঞ্চে উঠেই শাহিদকে জড়িয়ে ধরলেন করিনা। অল্প অপ্রস্তুতে পড়ে যান শাহিদ নিজেই। হতবাক উপস্থিত সকলেই। করিনার কাণ্ডে হতভম্ব হয়ে পড়েন করিনার দীর্ঘদিনের বন্ধু মেন্টর করণ জোহরও।
এখানেই শেষ নয়, এই সাংবাদিক সম্মেলনের মাঝেই দেখা যায়, যখন চলছে অনুষ্ঠানের সম্বর্ধনা পর্ব, সেই সময় গল্পে মশগুল করিনা ও শাহিদ। কী নিয়ে কথা বলছিলেন দুই প্রাক্তন? তা জানা না গেলেও দুজনের মুখেই লেগে ছিল হাসি, চোখে-মুখে আনন্দের ঝলক। অবশেষে তাহলে তিক্ততা মিটল তাঁদের, এই দেখেই আশ্বস্ত নেটপাড়া। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁদের ভিডিয়ো। সকলের একটাই আর্জি, তাহলে এবার যেন একসঙ্গে পর্দায় ফেরে গীত-আদিত্য তথা করিনা-শাহিদের জুটি।
প্রসঙ্গত, ফিদা, চুপ চুপ কে ও জব উই মেট সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। জব উই মেট-এর শুটিংয়ের মাঝেই তাঁরা আলাদা হয়ে যান। কয়েক বছর পর করিনা বিয়ে করেন সইফ আলি খানকে এবং তাঁদের দুটি ছেলে আছে, অন্যদিকে শাহিদ বিয়ে করেন মীরা রাজপুতকে এবং তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। আপাতত গুছিয়ে সংসার করছেন তাঁরা। তাই হয়তো তিক্ততা ভুলে বন্ধুতাই বেছে নিলেন দুই তারকা।
আরও পড়ুন- Jacqueline Fernandez: নারী দিবসে জ্যাকুলিনের চমক! বাংলা গান গাইলেন অভিনেত্রী…
রাজস্থানে ৮ ও ৯ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে IIFA ২০২৫ । এই অনুষ্ঠানে বিখ্যাত ছবি শোলে-র ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদযাপন করা হবে এবং রাজ মন্দির সিনেমা হলে এর একটি বিশেষ প্রদর্শনীও হবে। এছাড়াও লিজেন্ডারি এমএমএ ফাইটার এবং কমব্যাট স্পোর্টসের পথপ্রদর্শক অ্যান্টনি পেটিস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই বছর করণ জোহর ও কার্তিক আরিয়ানকে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। করিনার তাঁর পারফরমেন্সের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন তাঁর ঠাকুরদা ও কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)