Dipak Ghosh Passed Away: বিতর্ক আর রাজনীতির ঘূর্ণাবর্ত পেরিয়ে প্রয়াত একদা IAS-বিধায়ক দীপক ঘোষ…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিতর্ক আর রাজনীতির ঘূর্ণাবর্ত পেরিয়ে প্রয়াত একদা IAS-বিধায়ক দীপক ঘোষ।  পরিবার সূত্রে খবর, শুক্রবার প্রয়াত হয়েছেন দীপক ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুর পর তাঁর মরদেহ শহরের একটি শব সংরক্ষণাগারে রাখা হয়। প্রাক্তন IAS-বিধায়কের ছেলে-মেয়ে আছেন। মেয়ে বাইরে থাকেন। মেয়ে আসর পরই আজ তাঁর শেষকৃত্য হওয়ার কথা। 

দীর্ঘদিন আমলা হিসেবে জেলা ও রাজ্য প্রশাসনে বিভিন্ন দায়িত্ব সামলানোর পর সেইসময় বিরোধী দল তৃণমূল কংগ্রেসে যোগ দেন দীপক ঘোষ। ভোটেও দাঁড়ান। বিধায়ক হন মহিষাদল থেকে। পরবর্তীতে বিধানসভা ভোটে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধেও লড়েন তিনি। যদিও হেরে যান। ওদিকে লোকসভা ভোটে  মেদিনীপুর আসন থেকে দাঁড়িয়ে সিপিআইয়ের প্রবোধ পণ্ডার কাছে হেরে যান। 

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ও তাঁর জীবন নিয়ে বই লিখেছিলেন দীপক ঘোষ। যে বই নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। ওই বইকে কেন্দ্র করে শাসকদলের তরফে দীপক ঘোষের বিরুদ্ধে মানহানির মামলাও করা হয়। আদালতে ১২ বছর ধরে চলছে সেই মামলা। এখনও সেই মামলার কোনও নিষ্পত্তি হয়নি। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

এমনি পরবর্তীতে তাঁর সেখা সেই বই থেকে উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণের জেরে গ্রেফতার হন কংগ্রেসের আইনজীবী-নেতা কৌস্তভ বাগচী। সেই ঘটনাতেও কৌস্তভের পক্ষেই দাঁড়িয়েছিলেন প্রবীণ দীপক ঘোষ। 

আরও পড়ুন, Azad Kashmir in Jadavpur University: যাদবপুরে ‘আওয়াজ উঠল’ আজাদ কাশ্মীর! দেওয়ালে লেখা স্লোগানে চাঞ্চল্য…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *