জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জয়পুরে তারকার হাট। এবছর ছিল আইফা অ্যাওয়ার্ডসের ২৫তম বছর (IIFA Awards 2025)। ২ দিন ধরেই চলছিল আইফার উত্সব। সেখানেই একের পর এক কাণ্ড। কখনও খবরের শিরোনামে উঠে আসছে শাহিদ করিনার পুনর্মিলন কখনও আবার বহুবছর পর মঞ্চে মাধুরী ও শাহরুখের একসঙ্গে নাচ। এদিন করিনা কাপুর ট্রিবিউট জানান তাঁর ঠাকুরদা রাজ কাপুরকে। তাঁর গানে পারফর্ম করেন করিনা। এরই মাঝে চমকপ্রদ ছিল এবারের জয়ীদের তালিকা।
আরও পড়ুন- Parineeti Chopra: ‘এত গরিব ছিলাম জন্মদিনে কেক জুটত না, কাটতাম রসগোল্লা’, বড় নায়িকার ছোট কাহিনী…
সিনেমা সহ ওয়েব সিরিজের অ্যাওয়ার্ডের একাধিক বিভাগে সেরাদের পুরস্কার ঘোষণা করা হয়। তারমধ্যে ‘লাপাতা লেডিস’ জিতে নিয়েছে ১০ টি অ্যাওয়ার্ড। আইফার মঞ্চে বাজিমাত করেছে সিনেমাটি। তবে পুরস্কার নিয়ে উঠছে প্রশ্নও। সেরা অভিনেতার পুরস্কার পান কার্তিক আরিয়ান। তিনি কি আদৌ যোগ্য এই অ্যাওয়ার্ডের? প্রশ্ন উঠেছে নেটপাড়ায়। একই প্রশ্ন উঠেছে নিতাংশী গোয়েলের জয় ঘিরে। আলিয়া ও ক্যাটরিনাকে হারিয়ে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
একনজরে দেখে নেওয়া যাক পুরস্কারের তালিকা:
আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা: রাকেশ রোশন
সেরা ছবি: লাপাতা লেডিস
সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিস)
সেরা অভিনেতা: কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ৩)
সেরা অভিনেত্রী: নীতাংশী গোয়েল (লাপাতা লেডিস)
সেরা খল অভিনেতা: রাঘব জুয়েল (কিল)
সেরা সহযোগী অভিনেত্রী: জানকী বড়িওয়ালা (শয়তান)
সেরা সহযোগী অভিনেতা: রবি কিষাণ (লাপাতা লেডিস)
সেরা গল্প (অরিজিনাল) পপুলার ক্যাটাগরি: বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিস)
সেরা গল্প (আডাপ্টেড): শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সূর্তি, অনুকৃতী পাণ্ডে (মেরি ক্রিসমাস)
আরও পড়ুন- Kareena Kapoor-Shahid Kapoor: বয়স হলে কেন যেন প্রেমে পাক ধরে! দেখা হতেই শাহিদের বাহুলগ্না করিনা…
সেরা পরিচালক (ডেবিউ): কুণাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস)
সেরা অভিনেতা (ডেবিউ): লক্ষ্য লালওয়ানি (কিল)
সেরা অভিনেত্রী (ডেবিউ): প্রতিভা রান্তা (লাপাতা লেডিজ)
সেরা সঙ্গীত পরিচালক: রাম শপথ (লাপাতা লেডিজ)
সেরা গীতিকার: প্রশান্ত পাণ্ডে (লাপাতা লেডিজ)
সেরা গায়ক: জুবিন নতিয়াল (দুয়া – আর্টিকেল ৩৭০)
সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (আমি যে তোমার – ভুলভুলাইয়া ৩)
সেরা সাউন্ড ডিজাইন: সুভাষ সাহু, বলয় কুমার দলুই, রাহুল কারপে (কিল)
সেরা চিত্রায়ণ: স্নেহা দেশাই (লাপাতা লেডিজ)
সেরা সংলাপ: অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুভাষ জামভালে, মোনাল ঠাকর (আর্টিকেল ৩৭০)
সেরা সম্পাদক: জুবিন মার্চেন্ট (লাপাতা লেডিজ)
সেরা সিনেমাটোগ্রাফি: রাফে মহম্মদ (কিল)
সেরা কোরিওগ্রাফি: বসকো সিজার (তবা তবা – ব্যাড নিউজ)
সেরা স্পেশাল এফেক্টস: রেড চিলিস ভিএফএক্স (ভুলভুলাইয়া ৩)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)