Virat Kohli: শামির মা’কে বিরাট শ্রদ্ধা কোহলির, চোখ ভেজা নেটপাড়ায় ‘রাজা সবারে দেন মান’…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরতে না ঘুরতেই ফের রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ফের জগত সভায় শ্রেষ্ঠ! গতবছর জুনে ভারত জিতেছিল টি-২০ বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup 2024)। আট মাসে এই নিয়ে দু’বার ভারতের মুকুটে আইসিসি-র ট্রফি। গত রবিবার দুবাইয়ে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জিতেছে ভারত। রবিবাসরীয় ঐতিহাসিক ফাইনালের একাধিক স্মরণীয় মুহূর্ত রয়েছে। তবে হৃদয় ছুঁয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), মহম্মদ শামির মায়ের প্রতি তাঁর শ্রদ্ধা চোখ ভিজিয়েছে নেটপাড়ার…

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েই চরম সিদ্ধান্ত! অধিনায়ক বললেন, ‘আপনাদের জানিয়ে দিই…’

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউ জ়িল্যান্ড। স্পিনারদের হাতযশে ভারত শেষপর্যন্ত কিউয়িদের ৫০ ওভারে ২৫১/৭ রানে বেঁধে রাখতে সমর্থ হয়। রান তাড়া করতে নেমে ভারতের হয়ে শুরুটা দুরন্ত মেজাজে করেছিলেন দুই ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মা। রণংদেহী মেজাজে ছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল কিছুটা ধরে খেলছিলেন। এই জুটির হাত ধরে ১০৫ রান উঠেছিল স্কোরবোর্ডে। ১৮.৪ ওভারে কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে শুভমন এক্সট্রা কভার দিয়ে উড়িয়ে মেরেছিলেন, শুভমন ভুলে গিয়েছিলেন যে, ওখানে মোতায়েন ছিলেন সেই গ্লেন ফিলিপস, যথারীতি উড়ে গিয়ে ‘ফ্লাইং ফিলিপস’ অবিশ্বাস্য ক্যাচ নেন!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আরও পড়ুন: চ্যাম্পিয়ন হলেই জ্যাকপট, বিপুল ধনরাশি পাবেন রোহিতরা, টাকার মোট অঙ্ক জানেন?

এরপর রোহিতের হাত শক্ত করতে এসেছিলেন বিরাট! বড় মঞ্চে জ্বলে ওঠা যাঁর স্বভাবজাত, সেই কোহলি ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ১ রানে ফিরে যান। যদিও কোহলির মনে হয়েছিল যে, তিনি আউট নন! ফলে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিআরএস নেন, কিন্তু টিভি আম্পায়ার জানিয়ে দেন যে, তিনি অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গেই একমত! কোহলি এক রানে ফিরলেও খেলার পর কোটি কোটি মানুষের হৃদয় জিতেছেন। শামির মা’কে দেখে  পায়ে হাত দিয়ে ঝুঁকে প্রণাম করেন। যে ঘটনার ছবি-ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই বলছেন কোহলি বোঝালেন যে, ভারতীয় সংস্কৃতি আসলে কী!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *