অয়ন ঘোষাল: আজ থেকে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বৃষ্টি। রঙের উৎসব শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বুধ ও বৃহস্পতিবারেও বৃষ্টি দার্জিলিং কালিম্পং-সহ ওপরের পাঁচ জেলায়। দক্ষিণে ক্রমশ বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। দোল উৎসবে কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। মার্চেই ফিল লাইক দাবদাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। পরিষ্কার আকাশ।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
সিস্টেম
উত্তর-পূর্ব বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায়।
দক্ষিণবঙ্গে
এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা বাড়লে উষ্ণতা বাড়বে। পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। আগামী দু-তিন দিনে কলকাতার তাপমাত্রা ফের ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এ উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। আগামী চার পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দোলের দিন রীতিমতো গরমের অনুভূতি গোটা দক্ষিণবঙ্গে।
জলোচ্ছ্বাস
সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী সমুদ্রে আজ মঙ্গলবার দুপুরের পর থেকে রাতের মধ্যে এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। দুপুর দুটোর পর থেকে রাত বারোটার মধ্যে জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
উত্তরবঙ্গ
আজ থেকে ফের বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি চলবে দোলের দিনেও। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, কোচবিহার এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
আগামী পাঁচ দিনে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
কলকাতা
সকালে কিছুক্ষণের জন্য মনোরম আবহাওয়া। তারপর ভালরকম গরম। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ক্রমশ বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রা। শুক্রবার হোলির দিনের আগেই ৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২২.৬ থেকে বেড়ে ২৩.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ থেকে বেড়ে ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৪ শতাংশ।
ভিনরাজ্যে
ভারী বৃষ্টির সতর্কতা জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির আশঙ্কা। তাপপ্রবাহের পরিস্থিতি কঙ্কন, গোয়া, গুজরাটে। গরম অস্বস্তিকর আবহাওয়া সৌরাষ্ট্র ও কচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)